তাপপ্রবাহে পুড়ছে গোটা দক্ষিণ বঙ্গ। তার মধ্যে ডানপিটে ঘূর্ণিঝড় মোকার আগমন বার্তা তো রয়েছেই। ইতিমধ্যেই বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণিঝড়। কিন্তু ঘূর্ণিঝড় আসার আগে যে নিম্নচাপ পরিস্থিতিতে বৃষ্টি হয় তার দেখা এখনো মেলেনি। তার বদলে প্রবল তাপপ্রবাহে নাজেহাল মানুষ। এই পরিস্থিতিতে হঠাৎ করেই বৃষ্টির বার্তা দিল আবহাওয়া দপ্তর।
আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টি নামতে পারে বলে পূর্বাভাসে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বৃহস্পতিবার হাওয়া অফিস জানিয়েছে, সপ্তাহান্তে বৃষ্টি নামতে পারে দক্ষিণবঙ্গে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ভিজতে চলেছে দক্ষিণবঙ্গে তিনটি জেলা। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বাকি জেলাগুলিতে বৃষ্টি না হলেও জ্বালাপোড়া গরম কিছুটা কমবে বলে জানানো হয়েছে।
কলকাতায় বৃষ্টির সম্ভাবনা না থাকলেও কলকাতা সংলগ্ন তিন জেলা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদনীপুরে বৃষ্টি হবে।
১২ তারিখ ঘূর্ণিঝড় মোকা, শক্তি বাড়িয়ে অতিপ্রবল ঘূর্ণিঝড়ের চেহারা নিতে পারে।১৩ তারিখ ঘূর্ণিঝড়ের উপকূলে আছড়ে পড়ার কথা। ১১০ থেকে ১২০ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে প্রথমে উত্তর-পশ্চিমে এবং পরে উত্তর-পূর্বে এগোবে ঘূর্ণিঝড়। উপকূলে আছড়ে পড়ার সময় এর বেগ থাকতে পারে ঘন্টায় ১৩০ কিলোমিটার। ঘূর্ণিঝড়ের প্রভাবে রাজ্য উপকূলবর্তী জেলাগুলিতে ঝড় বৃষ্টি হতে পারে। ফলে শুক্রবারের পর থেকে তাপপ্রবাহে আর কষ্ট পেতে হবে না বঙ্গবাসীকে বলে জানিয়েছে হাওয়া অফিস।
কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রামে আর তাপ প্রবাহের সর্তকতা আর থাকছে না। শনিবার থেকে তাপমাত্রা কমছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।