সনাতন ধর্ম নিয়ে কথা বললে তার যোগ্য জবাব মিলবে। তামিলনাড়ুর মন্ত্রী উদয়নিধি স্ট্যালিনের বিরুদ্ধে এবার মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সনাতন ধর্ম নিয়ে বিতর্কিত মন্তব্য করায় বুধবারেই স্ট্যালিন পুত্রের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। এবার তার বিরুদ্ধে মুখ খুললেন প্রধানমন্ত্রীও। সম্ভবত প্রথমবার বিতর্কিত মন্তব্য নিয়ে মোদীর প্রতিক্রিয়া পাওয়া গেল।
প্রধানমন্ত্রী বলেন, এমন মন্তব্য করলে তাকে যথাযথ প্রতিক্রিয়া দিতে হবে। তার যোগ্য জবাব পাওয়া উচিত। জি-২০ নিয়ে মন্ত্রীগোষ্ঠীর বৈঠকে এই মন্তব্য করেছেন খোদ প্রধানমন্ত্রী।
কয়েকদিন আগে সনাতন ধর্ম নিয়ে বিতর্কিত মন্তব্য করেন তামিলনাড়ুর মন্ত্রী উদয়নিধি স্ট্যালিন। সম্প্রতি সনাতন অ্যাবুলেশন কনফারেন্সে যোগ দিয়েছিলেন উদয়নিধি। সেখানে তিনি বলেন, কিছু জিনিসের প্রতিবাদ করা যায় না, সেগুলির অবলুপ্তি ঘটানো দরকার। আমরা ডেঙ্গু ম্যালেরিয়া কিংবা করোনার বিরোধিতা করি না আমরা সেটা নির্মূল করি। ঠিক সেভাবেই আমাদের সনাতন ধর্মকে অবলুপ্ত করতে হবে। সনাতন শব্দটা এসেছে সংস্কৃত থেকে। এটা সামাজিক সাম্যের বিরুদ্ধে।
এই মন্তব্য ছড়িয়ে পড়তে তীব্র আক্রমণের মুখে পড়েছেন স্ট্যালিন পুত্র। অযোধ্যার মহন্ত পরমহংস আচার্য তাকে শিরচ্ছেদের হুঁশিয়ারি দিয়েছেন। ২৬২ জনের ওপরে বিশিষ্টজনেরা তার বিরুদ্ধে স্বতপ্রণোদিত মামলা দায়েরের জন্য সিজেআই’কে চিঠি দিয়েছেন। কিন্তু নিজের অবস্থানে অনড় থেকে উদয়নিধি জানিয়েছেন, যে প্রেক্ষিতে এই কথা বলেছেন, প্রয়োজনে তা আবারও বলবেন।