প্রকাশ্য দিবালোকে একটি গাড়ি লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালানোর ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে বাঁকুড়া শহরজুড়ে। এই ঘটনায় গাড়ির চালক সহ দুই আরোহী গুরতর আহত হয়ে বাকুঁড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি।
পুলিশ সূত্রে জানাগেছে, আজ দুপুরে একটি অল্ট্রো গাড়িতে করে বাঁকুড়া সংশোধনাগারে বন্দি শেখ সাদ্দাম জামিনে ছাড়া পেয়ে বাড়ি ফিরছিলেন।গতকাল সে জামিনে ছাড়া পায়। জেল থেকে ছাড়া পাওয়ার পর তার দুই সঙ্গীর সাথে একটি অল্ট্রো গাড়ি করে ফিরছিলেন। একটি খুনের অভিযোগে অভিযুক্ত সাদ্দাম পূর্ব বর্ধমানের কাটোয়ার বাসিন্দা। বাঁকুড়া আদালত থেকে বেড়িয়ে তারা শহর ছাড়িয়ে কেশিয়াকোলে পৌছাতেই পিছন থেকে ধাওয়া করা একটি মোটরসাইকেল থেকে এলোপাতাড়ি গুলি চালায় দুষ্কৃতীরা। গুলিতে গাড়ির আরোহী জিয়াবুল হক ও নূর মহম্মদ শেখ ও গোবিন্দ মন্ডল গুরুতর জখম হয়। তাদের উদ্ধার করে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।আহত জিয়াবুলের বাড়ি পূর্ব বর্ধমানের দয়ালপুরে, নূরমহম্মদের বাড়ি তেতুলমুড়ি গলসিতে, অপর আহত গোবিন্দ মন্ডলের বাড়ি গঙ্গাজলঘাঁটির পাবড়াডিহিতে।
বিশেষ সূত্রে জানা গেছে, আহত নূর মহম্মদ গলসির তৃণমূলের শ্রমিক ইউনিয়নের নেতা। গাড়িতে তৃণমূলের ব্যনার ও পতাকা মেলে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
পুলিশ গাড়ির চালককে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।
এই ঘটনা জানাজানি হতেই শহরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আততায়ীদের খোঁজে পুলিশ চিরুনি তল্লাশি শুরু করেছে। ঘটনার জেরে শহরের প্রবেশ পথে পুলিশি ব্যবস্থা জোরদার করা হয়েছে।