ফের একবার বিতর্কে ইন্ডিগো (Indigo Controversy) বিহারের (Bihar) পরিবর্তে এক যাত্রীকে রাজস্থানে (Rajasthan) নিয়ে গেল ইন্ডিগো (IndiGo)! গত ৩০ জানুয়ারি এমনই একটি ঘটনার জেরে চাঞ্চল্য ছড়ায়। বিষয়টি প্রকাশ্যে আসতেই ডিজিসিএ (DGCA) ঘটনার তদন্তের নির্দেশ দেয়। রিপোর্টে প্রকাশ, গত ৩০ জানুয়ারি দিল্লি থেকে পাটনার বিমান ধরার কথা ছিল আফসার হুসেন (Afsar Hussain) নামক এক যাত্রীর। সঠিক সময়ে তিনি দিল্লি বিমানবন্দরে এসে পৌঁছলেও, বিহারের পরিবর্তে তাঁকে রাজস্থানে নিয়ে যাওয়া হয়। রাজস্থানে নামার পর ভুল বুঝতে পারেন সেই যাত্রী। সঙ্গে সঙ্গে তিনি বিমানবন্দর কর্তৃপক্ষকে বিষয়টি জানান।
এরপর বিমানবন্দর কর্তৃপক্ষে সংশ্লিষ্ঠ বিমান সংস্থার সঙ্গে কথা বলে সেদিনই তাঁকে ফের দিল্লিতে নিয়ে যায়। এরপর ৩১ জানুয়ারি দিল্লি থেকে ফের ওই যাত্রী পাটনার বিমান ধরেন। বিষয়টি প্রকাশ্যে আসতেই কেন্দ্র তদন্তের নির্দেশ দেয়। ইন্ডিগোর (Indigo) এই ধরনের ভুল কীভাবে হল, সেটা খতিয়ে দেখার নির্দেশ দেয় ডিজিসিএ।