জাওযাদের প্রভাবে প্রবল বৃষ্টি হযেছে রবি-সোম। তারপর অবশ্য আকাশ আংশিক মেঘলা থাকলেও বৃষ্টি হয়নি। এর মাঝেই ক্রমে নেমেছে তাপমাত্রা। শীতের আমেজ খানিক অনুভব হলেও তা আদতে শীত নয়। আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, শীত আসতে আরও কয়েকদিন লাগবে। গত দুদিনের তুলনায় বুধবারে ঠান্ডার অনুভব কম ছিল। আংশিক মেঘলা আকাশে ফের বৃষ্টির আশঙ্কা দেখা দিলেও আবহাওয়া অফিস জানিয়ে দিয়েছে যে এখন আর বৃষ্টি হবে না।
জাওয়াদ দূর হতেই দক্ষিণবঙ্গে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রার ফারাক কমতে শুরু করেছে। ফলে ফের বেশ ঠান্ডা ভাব অনুভূত হতে শুরু করেছে। আদ্রতা কমে বাতাসও শুষ্ক হচ্ছে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী ১১ ডিসেম্বরের পরে শীত বাড়বে রাজ্যে।ট্রেন্ডিং স্টোরিজ
ভোরের দিকে ঘন কুয়াশা দেখা যাচ্ছে। বেলা অবধি ধোঁয়াশা থাকছে কলকাতা ও সংলগ্ন এলাকা সহ দক্ষিণবঙ্গ জুড়ে। বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে বলে আলিপুর আবহাওয়া অফিস সূত্রে খবর৷ আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস নেই। তবে সিকিম এবং দার্জিলিংয়ের কয়েকটি জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। জাওয়াদের কারণে বাতাসের ঠান্ডা অনুভূত হলেও শীত পড়তে এখনও অপেক্ষা করতে হবে বঙ্গবাসীকে৷