সোমবার সকালে সাফল্যের সঙ্গে ভারত হাইপারসনিক টেকনোলজি ডেমনস্ট্রেটর ভেহিকেল এইচ এস টি ডি বি পরীক্ষা করেছে।সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি এইচ এস টি ডি বি ভারতীয় প্রতিরক্ষা ক্ষেত্রে মাইলফলক হিসেবে চিহ্নিত হয়ে থাকবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। ওডিশার উপকূলে কালাম দ্বীপে এই উৎক্ষেপণ সাফল্যের সঙ্গে সম্পূর্ণ করা হয়। স্ক্রেমজেট প্রপালশন প্রযুক্তি সম্পূর্ণ দেশীয় রূপ হচ্ছে এটি। প্রতিরক্ষা সংক্রান্ত প্রযুক্তিগত দিক দিয়ে আগামী দিনে ভারত এগিয়ে যাবে বলে মনে করা হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, চিনের পর চতুর্থ দেশ হিসেবে এই ক্ষেপণাস্ত্র ক্লাবে নাম লেখাল ভারত। আগামী পাঁচ বছরের মধ্যে ভারতীয় প্রতিরক্ষা সংক্রান্ত গবেষণা সংস্থা ডিআরডিও স্ক্রেমজেট প্রপালশন প্রযুক্তি ব্যবহার করে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র তৈরি করতে পারবে। শব্দের চেয়ে ছয় গুণ বেশি গতিতে লক্ষ্য বস্তুর ওপর আঘাত আনতে পারবে এই ধরনের ক্ষেপণাস্ত্র।এদিন সকাল ১১ টা ০৩ মিনিট নাগাদ সফলভাবে পরীক্ষা করা হয়।
এই উপলক্ষে সকল বিজ্ঞানী এবং আধিকারিকদের শুভেচ্ছা জ্ঞাপন করেন ডিআরডিও- র অধিকর্তা ড. জি সতীশ রেড্ডি। পাশাপাশি এই সাফল্যে উৎসাহিত করেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। ক্ষেপণাস্ত্র নির্মাণের ক্ষেত্রে প্রযুক্তিগত দিক দিয়ে ডিআরডিও যে পরবর্তী ধাপে এগিয়ে গেল তার ওপর আলোকপাত করেছেন প্রতিরক্ষামন্ত্রী। আগামী দিনে প্রতিরক্ষা সংক্রান্ত বিষয়ে প্রযুক্তিগত দিক দিয়ে ভারত যে সুবিধাজনক জায়গায় থাকবে তাও মনে করিয়ে দিয়েছেন তিনি।