ইউক্রেন দখল করতে সেনা পাঠিয়েছে রাশিয়া। এই ইস্যুতে যদিও রাশিয়ার বিরুদ্ধে ‘নীরব’ ভারত। তবে ভারত স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে কোনও ভাবেই জান-মালের ক্ষতি মেনে নেওয়া যায় না। ভারতের বিদেশ সচিব হর্ষ শ্রীংলা জানান, এই পরিস্থিতিতে কূটনীতি ও আলোচনাই একমাত্র পথ। এদিকে শ্রীংলা আরও জানান, এই সংঘর্ষে লিপ্ত সব পক্ষের সঙ্গেই ভারত যোগাযোগ রেখে চলেছে কারণ এই অঞ্চলে ভারতের ‘স্বার্থ’ সরাসরি ভাবে জড়িয়ে আছে।
হর্ষ শ্রীংলা এদিন ফের জানান, ভারতের অগ্রাধিকার ইউক্রেনে থাকা ভারতীয় পড়ুয়াদের নিরাপদে দেশে ফেরানো। কিয়েভে অবস্থিত ভারতীয় দূতাবাস পড়ুয়াদের নিরাপদে দেশে ফেরানোর জন্য যাবতীয় পদক্ষেপ করবে বলেও জানান তিনি। শ্রীংলা বলেন, ‘রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে আমরা আমাদের গভীর উদ্বেগের কথা জানিয়েছি। আমরা সেখানে স্পষ্ট করে দিয়েছি যে এই সংঘর্ষে প্রাণহানী গ্রহণযোগ্য নয়।’ উল্লেখ্য, রাষ্ট্রসংঘে ভারত বারবার রাশিয়ার বিরুদ্ধে ভোটাভুটি থেকে বিরত থাকছে। তবে ইউক্রেন ইস্যুতে ‘দেশের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতাকে সম্মানের’ পক্ষে সওয়াল করেছে ভারত।ট্রেন্ডিং স্টোরিজ
শ্রীংলা জানান, ভারতীয় প্রধআনমন্ত্রী নরেন্দ্র মোদী ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলেছেন চলমান সংঘর্ষ নিয়ে। বিদেশ সতিবের কথায়, ‘আমাদের দেশের স্বার্থ সরাসরি জড়িয়ে আছে এই অঞ্চলে। এই অঞ্চলে আমাদের বন্ধুরা আছে। তাই আমরা বিশ্বাস করি যে আমাদের সবার সঙ্গে আলোচনা করতে থাকতে হবে।’ তিনি আরও বলেন, ‘আমাদের অগাধিকার দেশের নাগরিকরা… আমাদের প্রতিটি নাগরিক গুরুত্বপূর্ণ, আমরা সেখানে তাঁদের জন্য আছি। আমাদের দূতাবাস নিশ্চিত করবে যে আমাদের সকল নাগরিককে কিয়েভ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে এবং তাঁরা খুব আন্তরিকতার সাথে কাজ করছেন।’