সাম্প্রতিককালে ভারতে কার্যকর কৃষি আইনগুলি (Farm Laws) কৃষকদের আয় বৃদ্ধিতে সাহায্য করবে ঠিকই, তবে দুর্বল কৃষকদের জন্য সামাজিক নিরাপত্তারও প্রয়োজন আছে বলে মনে করছেন আইএমএফের (IMF) মুখ্য অর্থনীতিবিদ গীতা গোপীনাথ। সংবাদসংস্থা সূত্রে খবর, তিনি বলেছেন, ভারতীয় কৃষিক্ষেত্রে সংস্কারের দরকার রয়েছে। এর মধ্যে পরিকাঠামো উন্নয়ন একটি গুরুত্বপূর্ণ দিক।
গতবছর সেপ্টেম্বরে নয়া তিন কৃষি আইন কার্যকর করে কেন্দ্রের নরেন্দ্র মোদি (Narendra Modi) সরকার। এই তিনটি আইন হল– ১) কৃষিপণ্য লেনদেন ও বাণিজ্য উন্নয়ন, ২) অত্যাবশ্যক পণ্য আইন এবং ৩) কৃষিপণ্যের দাম নিশ্চিত রাখতে কৃষকদের সুরক্ষা ও ক্ষমতায়ন চুক্তি। সরকারের দাবি এই আইনের হাত ধরে নতুন ধরনের কৃষি ব্যবস্থা সামনে আসবে। এই বিলের দ্বারা কৃষকরা মান্ডির বাইরে ফসল বিক্রি করতে পারবেন। এক্ষেত্রে আন্তঃরাজ্য ব্যবসার ক্ষেত্রেও জোর দেওয়া হয়েছে। প্রান্তিক চাষিরা যাতে সরাসারি খুচরো ব্যবসা ও কৃষি বাণিজ্যের সঙ্গে যুক্ত হতে পারেন, তার চেষ্টা করছে এই বন্দোবস্ত।