1/5Indian Railway Fare: দেশজুড়ে ১৩০টি মেল এক্সপ্রেস ট্রেনকে ‘সুপারফাস্ট’ স্তরে উন্নীত করেছে ভারতীয় রেল। আর সেই সঙ্গেই এই ট্রেনগুলির বিভিন্ন শ্রেণীর ভাড়া বৃদ্ধি করা হয়েছে। ট্রেনের এসি ১ ও এক্সিকিউটিভ ক্লাসে যাত্রীপ্রতি ভাড়া ৭৫ টাকা, এসি ২, ৩, চেয়ার কারে ৪৫ টাকা এবং স্লিপার ক্লাসে যাত্রী প্রতি ৩০ টাকা করে ভাড়া বাড়ানো হয়েছে।
2/5একইসঙ্গে, PNR (ছয়জন যাত্রী) বুকিংয়ে যাত্রীদের AC 1 এ ৪৫০ টাকা, AC 2 তে ২৭০ টাকা, 3 এবং স্লিপার এ ১৮০ টাকা অতিরিক্ত পেমেন্ট করতে হবে। গত ১ অক্টোবর থেকে এই নয়া বর্ধিত ভাড়া কার্যকর করা হয়েছে।
3/5তবে এক্ষেত্রে উল্লেখ্য, ট্রেনে ক্যাটারিং, যাত্রী নিরাপত্তা বা অন্যান্য সুবিধায় কোনও বদল আনা হয়নি। রেলের নিয়ম অনুযায়ী, গড়ে ৫৬ কিলোমিটার বেগে চলা ট্রেনগুলিকে সময় সারণীতে ‘সুপারফাস্ট’ বলা হবে। আর সেই কারণেই নতুন ‘স্ট্যাটাস’ পেয়েছে এই ট্রেনগুলি। আর তার প্রভাবেই বেড়েছে ভাড়া
4/5বিশেষজ্ঞরা বলছেন, ভারতীয় রেল গত ৪৫ বছর ধরে সেভাবে ট্রেনের গড় গতি বাড়েনি। পরিসংখ্যান অনুযায়ী, গত চার দশক ধরে মেল এক্সপ্রেস ট্রেনের গড় গতিবেগ ৫০ ৫৮ কিলোমিটার প্রতি ঘণ্টাতেই আটকে আছে।
5/5তবে রাজধানী, শতাব্দী, দুরন্ত র মতো ট্রেনগুলির গড় গতিবেগ ৭০ ৮৫ কিলোমিটার প্রতি ঘণ্টা। দুঃখের বিষয় হল ১৫ ২০% ট্রেন এখনও সময় মতো গন্তব্যে পৌঁছায় না। ৬০% ট্রেনই ১৫ ২০ মিনিট দেরিতে পৌঁছোয়।