1/3অশ্বিনী বৈষ্ণব: ভারতের যাত্রীবাহী রেল পরিষেবায় আমরা ৫৫ শতাংশের মতো ভর্তুকি দিচ্ছি। বেসরকারি সংস্থার পক্ষে সেই পরিমাণ ভর্তুকি প্রদান করা কখনওই সম্ভব হবে না। বেসরকারি সংস্থা কখনও সেটা করতে পারবে না।
2/3অশ্বিনী বৈষ্ণব: যদি বেসরকারি সংস্থার হাতে যায়, তাহলে ভাড়া অনেকটা ভাড়া বাড়বে। বর্তমান অর্থনৈতিক এবং রাজনৈতিক পরিস্থিতিতে সেটা চলবে না।
3/3তবে এই প্রথম নয়, আগেও একাধিকবার রেলমন্ত্রী জানিয়েছেন যে রেলের বেসরকারিকরণের কোনও পরিকল্পনা নেই। রেলের বেসরকারিকরণ নিয়ে লাগাতার বিরোধীদের আক্রমণের মুখে গত বছর তৎকালীন রেলমন্ত্রী পীযূষ গোয়েল বলেছিলেন, ‘ভারতীয় রেলের কখনও বেসরকারিকরণ হবে না। ভারতীয় রেল ভারতের সম্পত্তি, তা ভারতেরই থাকবে, ভারতবাসীর থাকবে।’