আগামী ১ মার্চ (মঙ্গলবার) থেকে একাধিক মেমু ট্রেনের পরিষেবা শুরু করতে চলেছে দক্ষিণ-পূর্ব রেল। মূলত আদ্রা ডিভিশনে সেই ট্রেনগুলি চালু হতে চলেছে। যা স্বস্তি দেবে নিত্যযাত্রীদের। কোন কোন মেমু ট্রেন চালু হচ্ছে, তা দেখে নিন একনজরে –
- ০৮৬৮৫ খড়্গপুর-আদ্রা মেমু: আগামী ১ মার্চ থেকে শুরু হবে পরিষেবা। প্রতিদিন বিকেল ৫ টা ৫ মিনিটে খড়্গুপর স্টেশন থেকে ছাড়বে। আদ্রায় পৌঁছাবে রাত ৮ টা ২৫ মিনিটে।
- ০৮৬৮৬ আদ্রা-খড়্গপুর মেমু: আগামী ২ মার্চ থেকে পরিষেবা শুরু হবে। প্রতিদিন সকাল ৭ টা ১০ মিনিটে আদ্রা থেকে ছাড়বে। খড়্গপুরে পৌঁছাবে সকাল ১০ টা ৩৫ মিনিটে।
- ০৮৬৬৯ আদ্রা-ভোজুডিহ মেমু: রাত ১০ টা ৪৫ মিনিটে আদ্রা থেকে ছাড়বে। ভোজুডিহতে পৌঁছাবে রাত ১১ টা ২৫ মিনিটে। ১ মার্চ থেকে শুরু হবে পরিষেবা।
- ০৮৬৭০ ভোজুডিহ-আদ্রা মেমু: রাত ৩ টা ৪৫ মিনিটে ভোজুডিহ থেকে ছাড়বে ০৮৬৭০ ভোজুডিহ-আদ্রা মেমু। ভোর ৪ টে ২৫ মিনিটে পৌঁছাবে আদ্রায়। ১ মার্চ থেকে শুরু হবে পরিষেবা।
- ০৮৬৬৩ আদ্রা-খানুডিহ মেমু: ১ মার্চ থেকে পরিষেবা চালু হবে। সকাল ৭ টা ১৫ মিনিটে আদ্রা থেকে ছাড়বে। খানুডিহতে পৌঁছাবে সকাল ৯ টা ৩০ মিনিটে।
- ০৮৬৬৪ খানুডিহ-আদ্রা মেমু: সকাল ৯ টা ৪৫ মিনিটে খানুডিহ থেকে ছাড়বে। সকাল ১১ টা ১৫ মিনিটে আদ্রায় পৌঁছাবে। ১ মার্চ থেকে পরিষেবা শুরু হবে।
- ০৮৬৬৫ ভোজুডিহ-চন্দ্রপুরা মেমু: ১ মার্চ থেকে চালু হবে পরিষেবা। সকাল ১১ টা ৩০ মিনিটে ভোজুডিহ থেকে ছাড়বে। চন্দ্রপুরায় পৌঁছাবে দুপুর ১ টা ২০ মিনিটে।
- ০৮৬৬৬ চন্দ্রপুরা-ভোজুডিহ মেমু: ফিরতি পথে দুপুর ৩ টে ৪৫ মিনিটে চন্দ্রপুরা থেকে ছাড়বে। ভোজুডিহতে পৌঁছাবে বিকেল ৫ টা ১০ মিনিটে। ১ মার্চ থেকে পরিষেবা শুরু হবে।
- ০৮৬৬৭ ভোজুডিহ-ভাগা মেমু: ১ মার্চ থেকে পরিষেবা চালু হবে। বিকেল ৫ টা ৩০ মিনিটে ভোজুডিহ থেকে ছাড়বে। সন্ধ্যা ৬ টা ৫ মিনিটে পৌঁছাবে ভাগায়।
- ০৮৬৬৮ ভাগা-আদ্রা মেমু: ১ মার্চ থেকে পরিষেবা শুরু হবে। ভাগা থেকে ছাড়বে সন্ধ্যা ৬ টা ১৫ মিনিটে। আদ্রায় পৌঁছাবে সন্ধ্যা ৭ টা ২৫ মিনিটে।
- ০৮৬৭২ ভাগা-আদ্রা মেমু: ভাগা থেকে ছাড়বে দুপুর ২ টো ৫০ মিনিটে। আদ্রায় পৌঁছাবে বিকেল ৪ টে ৫ মিনিটে। ১ মার্চ থেকে পরিষেবা শুরু হবে।
- ০৮৬৭১ আদ্রা-ভাগা মেমু: ১ মার্চ থেকে শুরু হবে পরিষেবা। দুপুর ১ টা ২০ মিনিটে আদ্রা থেকে ছাড়বে। ভাগায় পৌঁছাবে দুপুর ২ টো ৩০ মিনিটে।