পটুয়াপাড়া বা মৃৎশিল্পীদের বসতির অপর নাম কুমারটুলি। কুমারটুলি অঞ্চলের মৃৎশিল্পীদের দক্ষতার কথা সর্বজনবিদিত। কলকাতা ছাড়াও বিভিন্ন জায়গায় এমনকি বিদেশেও পাড়ি জমে বিভিন্ন দেব দেবীর মূর্তি।
ভেজা মাটি এবং রঙের গন্ধে সমৃদ্ধ কুমোরটুলির আকর্ষণ অতুলনীয়। কুমোরটুলি বিভিন্ন হিন্দু উৎসবে পূজিত প্রতিমা নির্মাণ করে হস্তশিল্পের দ্বারা, বিশেষ করে দুর্গাপ্রতিমা। ভারতীয় ডাক বিভাগ এই উৎসবের মরশুমে বৃহস্পতিবার কুমোরটুলির উপর একটি স্পেশাল কভার প্রকাশ করলো।
কলকাতা রিজিয়নের পোস্টমাস্টার জেনারেল সঞ্জীব রঞ্জন মহাশয় উদ্বোধন করেন এই কুমারটুলি স্পেশাল কভারটি। এছাড়াও উপস্থিত ছিলেন কলকাতা জিপিও-র ডেপুটি ডাইরেক্টর সুদর্শনা সেন, অনুপ মন্ডল ও ভগবান নায়েক। পরবর্তীকালে আমজনতা স্মারকটি সংগ্ৰহ করতে পারবেন কলকাতা জিপিও ফিল্যাটিলিক ব্যুরো থেকে।