India vs England 2022: লাল বলে খেলা শেষ, ভারত বনাম ইংল্যান্ডের এ বার সাদা বলে খেলা হবে

এজবাস্টন টেস্টে হার। এ বার লড়াই সাদা বলে। করোনা মুক্ত হয়ে ভারতীয় দলে ফিরছেন রোহিত শর্মা। প্রথম টি-টোয়েন্টিতে বিরাট কোহলী, যশপ্রীত বুমরারা না থাকলেও দ্বিতীয় এবং তৃতীয় ম্যাচে থাকবেন তাঁরা। ইংল্যান্ড দল নামবে নতুন অধিনায়ক জস বাটলারের নেতৃত্বে।

প্রথম টি-টোয়েন্টি ম্যাচ ভারতীয় সময় শুরু হবে রাত সাড়ে দশটায়। সাদাম্পটনে হবে সেই ম্যাচ। রোহিত সেই ম্যাচে খেলতে পারেন। আয়ারল্যান্ডে খেলা তরুণ ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন তিনি। আয়ারল্যান্ডকে ২-০ ব্যবধানে সিরিজ হারানো ঈশান কিশনদের সামনে সুযোগ ইংল্যান্ডের বিরুদ্ধে নিজেদের প্রমাণ করার। বাটলাররাও চাইবেন ঘরের মাঠে লাল বলের পর সাদা বলেও ভারতকে হারাতে।

ইংল্যান্ডের দলেও একাধিক তরুণ মুখ। রয়েছেন অনূর্ধ্ব-১৯ দলকে নেতৃত্ব দেওয়া হ্যারি ব্রুক। রয়েছেন ফিল সল্ট, ম্যাথু পার্কিনসনদের মতো অনভিজ্ঞরা। সেই সঙ্গে থাকছেন আইপিএলে দাপট দেখানো লিয়াম লিভিংস্টোন, মইন আলি, টাইমাল মিলস, স্যাম কারেনরা। অভিজ্ঞতা এবং তারুণ্যের মিশেলে দল গড়েছে ইংল্যান্ড।

প্রথম ম্যাচ রাত সাড়ে দশটাতে শুরু হলেও পরের দু’টি ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা সাতটা থেকে। দ্বিতীয় টি-টোয়েন্টি হবে বার্মিংহ্যাম এবং শেষ ম্যাচ নটিংহ্যামে। সেই দুই ম্যাচে ভারতীয় দলে ফিরবেন বিরাট কোহলী, রবীন্দ্র জাডেজা, যশপ্রীত বুমরারা। ইংল্যান্ডের দল যদিও অপরিবর্তিতই থাকবে।

ভারতীয় দলে নজর থাকবে দীনেশ কার্তিক, সূর্যকুমার যাদব, শ্রেয়স আয়ারের দিকে। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ভারতীয় ব্যাটিং শক্তির পরীক্ষা নেবেন ইংরেজ বোলাররা। ভারতীয় দলে থাকবেন উমরান মালিক, আবেশ খান, হর্ষল পটেলের মতো বোলাররা, যাঁরা চাইবেন নিজেদের প্রমাণ করতে। হার্দিক পাণ্ড্যর কাছে সুযোগ নিজেকে বড় দলের বিরুদ্ধে প্রমাণ করার। আয়ারল্যান্ডের বিরুদ্ধে বড় রান করা দীপক হুডা এই সিরিজে সুযোগ পান কি না সেই দিকেও নজর থাকবে।

এই সমস্ত খেলার লাইভ আপডেট পাওয়া যাবে আনন্দবাজার অনলাইনে। ম্যাচগুলি সম্প্রচার হবে সোনি সিক্সে। মোবাইলে সোনি লিভ-এ দেখা যাবে ম্যাচ।
এজবাস্টন টেস্টে হার। এ বার লড়াই সাদা বলে। করোনা মুক্ত হয়ে ভারতীয় দলে ফিরছেন রোহিত শর্মা। প্রথম টি-টোয়েন্টিতে বিরাট কোহলী, যশপ্রীত বুমরারা না থাকলেও দ্বিতীয় এবং তৃতীয় ম্যাচে থাকবেন তাঁরা। ইংল্যান্ড দল নামবে নতুন অধিনায়ক জস বাটলারের নেতৃত্বে।

প্রথম টি-টোয়েন্টি ম্যাচ ভারতীয় সময় শুরু হবে রাত সাড়ে দশটায়। সাদাম্পটনে হবে সেই ম্যাচ। রোহিত সেই ম্যাচে খেলতে পারেন। আয়ারল্যান্ডে খেলা তরুণ ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন তিনি। আয়ারল্যান্ডকে ২-০ ব্যবধানে সিরিজ হারানো ঈশান কিশনদের সামনে সুযোগ ইংল্যান্ডের বিরুদ্ধে নিজেদের প্রমাণ করার। বাটলাররাও চাইবেন ঘরের মাঠে লাল বলের পর সাদা বলেও ভারতকে হারাতে।

ইংল্যান্ডের দলেও একাধিক তরুণ মুখ। রয়েছেন অনূর্ধ্ব-১৯ দলকে নেতৃত্ব দেওয়া হ্যারি ব্রুক। রয়েছেন ফিল সল্ট, ম্যাথু পার্কিনসনদের মতো অনভিজ্ঞরা। সেই সঙ্গে থাকছেন আইপিএলে দাপট দেখানো লিয়াম লিভিংস্টোন, মইন আলি, টাইমাল মিলস, স্যাম কারেনরা। অভিজ্ঞতা এবং তারুণ্যের মিশেলে দল গড়েছে ইংল্যান্ড।


প্রথম ম্যাচ রাত সাড়ে দশটাতে শুরু হলেও পরের দু’টি ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা সাতটা থেকে। দ্বিতীয় টি-টোয়েন্টি হবে বার্মিংহ্যাম এবং শেষ ম্যাচ নটিংহ্যামে। সেই দুই ম্যাচে ভারতীয় দলে ফিরবেন বিরাট কোহলী, রবীন্দ্র জাডেজা, যশপ্রীত বুমরারা। ইংল্যান্ডের দল যদিও অপরিবর্তিতই থাকবে।

ভারতীয় দলে নজর থাকবে দীনেশ কার্তিক, সূর্যকুমার যাদব, শ্রেয়স আয়ারের দিকে। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ভারতীয় ব্যাটিং শক্তির পরীক্ষা নেবেন ইংরেজ বোলাররা। ভারতীয় দলে থাকবেন উমরান মালিক, আবেশ খান, হর্ষল পটেলের মতো বোলাররা, যাঁরা চাইবেন নিজেদের প্রমাণ করতে। হার্দিক পাণ্ড্যর কাছে সুযোগ নিজেকে বড় দলের বিরুদ্ধে প্রমাণ করার। আয়ারল্যান্ডের বিরুদ্ধে বড় রান করা দীপক হুডা এই সিরিজে সুযোগ পান কি না সেই দিকেও নজর থাকবে।

এই সমস্ত খেলার লাইভ আপডেট পাওয়া যাবে আনন্দবাজার অনলাইনে। ম্যাচগুলি সম্প্রচার হবে সোনি সিক্সে। মোবাইলে সোনি লিভ-এ দেখা যাবে ম্যাচ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.