ব্যাটে-বলে সমান দাপট! টি২০ সিরিজের প্রথম ম্যাচ বাংলাদেশকে হেলায় হারাল ভারত। প্রথম ব্যাট করে মাত্র ১২৭ রানেই অলআউট ‘টাইগার’রা। সেই রান সহজেই তুলে ফেললেন সূর্যকুমার যাদবরা। পরের দিকে ব্যাট হাতে ঝোড়ো ইনিংস খেললেন হার্দিক পাণ্ডিয়া।
টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে টসে জিতেছিলেন সূর্যকুমারই। বাংলাদেশকে আগে ব্যাট করতে পাঠান তিনি। এদিন জাতীয় দলের হয়ে অভিষেক হয় মায়াঙ্ক যাদব এবং নীতীশ রেড্ডির। অন্যদিকে তিন বছর পর জাতীয় দলে ফেরেন বরুণ চক্রবর্তী। দলে ছিলেন আরেক কেকেআর তারকা রিঙ্কু সিং।
ইনিংসের শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। আর্শদীপের বলে প্যাভিলিয়নে ফেরেন লিটন দাস। এরপর ম্যাচে তৃতীয় ওভারে সেই । আর্শদীপের বলেই আউট হন য় পারভেজ হোসেন ইমন। বরুণ চক্রবর্তী ফেরান তৌহিদকে (১২)। ক্যাচ নেন হার্দিক পাণ্ডিয়া। উইকেট পড়ে থাকে প্রায় নিয়মিত ব্যবধানে। শেষপর্যন্ত ১৯.৫ ওবারে ১২৭ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ।
জবাব ব্যাট করতে নেমে বিশেষ বেগ পেতে হয়নি ভারতকে। কার্যকরী ভূমিকা নেন সঞ্জু স্যামসন ও অধিনায়ক সূর্যকুমার স্বয়ং। মুস্তাফিজুরের বলে ক্যাচ আউট হন অধিনায়ক। যদিও পরের দিকে নেমে দাপুটে ব্যাট করেন হার্দিক পাণ্ডিয়া। ১৬ বলে ৩৯ রান করেন তিনি। ঝোড়ো ইনিংসে ছিল দুটি ওভার বাউন্ডারি এবং পাঁচটি বাউন্ডারি। ফলে ১১.৫ ওভারেই ম্যাচের সমাপ্তি ঘটে। বাংলাদেশ ১২৭ রানের জবাবে শেষ বলে হার্দিকের ছয়ের সুবাদে ১৩২ করে ভারত।