POK বা পাক অধিকৃত কাশ্মীর ফেরানোই লক্ষ্য। এই ক্ষেত্রে তৃতীয় কোন পক্ষের মধ্যস্থতার প্রয়োজন নেই। সেটা মানাও হবে না। পাকিস্তানের সঙ্গে আলোচনা হতে পারে একমাত্র সন্ত্রাসবাদ নির্মূল ইস্যুতে। রবিবার মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের জম্মু-কাশ্মীর সমস্যায় মধ্যস্থতার প্রস্তাব উড়িয়ে দিয়ে স্পষ্ট ভাষায় জানিয়ে দিল ভারত। এন আই সংবাদ সংস্থা সূত্রে এমনটাই খবর।
শনিবার বিকেলে ডোনাল্ড ট্রাম্পই প্রথম জানিয়েছিলেন, ভারত- পাকিস্তান সংঘর্ষ বিরতির কথা। সেই ট্রাম্প আবার আরো এক পা বাড়িয়ে রবিবার প্রস্তাব দেন দু’দেশের মধ্যে কাশ্মীর সমস্যা নিয়ে কথা বলার ও সমাধান খোঁজার প্রক্রিয়ায় তিনি যুক্ত হতে চান। অথচ বারবার আন্তর্জাতিক পরিসরে ভারত জোরের সঙ্গে বলেছে কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ, আর এই নিয়ে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না।
ট্রাম্পের এই মধ্যস্থতার প্রস্তাবের পর এদিন আবারো কড়া ভাষাতেই নিজের অবস্থান স্পষ্ট করে দেয় নয়াদিল্লি। একই সঙ্গে পাকিস্তানের সঙ্গে সন্ত্রাসবাদ নির্মূল ও জঙ্গি হস্তান্তর নিয়েই শুধুমাত্র আলোচনা হতে পারে বলে জানিয়ে দেয় মোদী সরকার।
তাৎপর্যপূর্ণভাবে যুদ্ধ বিরতি হলেও সীমান্তের ওপার থেকে হামলা হলে উচিত জবাব দেবে সেনাবাহিনী তা নিশ্চিত করা হয়েছে। ইতিমধ্যেই সীমান্তে সেনা কামান্ডারদের পূর্ণ স্বাধীনতা দিয়েছেন সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী। এদিকে সোমবার বৈঠকে বসতে চলেছে ভারত ও পাকিস্তানের ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশন বা ডিজিএমও। তার আগে ভারতের সেনাপ্রধানও স্পষ্ট জানিয়ে দিলেন, সীমান্তের ওপার থেকে কোনরকম হামলা হলে তৎক্ষণাৎ পাল্টা মার দেবে ভারতীয় সেনাও।