বিহারের সারান জেলার মালখাচক গ্রামে রবিবার স্বাধীনতা সংগ্রামী সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সরসঙ্ঘচালক ড. মোহন ভাগবত। ডক্টর ভাগবত বলেন, ভারত বিশ্বের কল্যাণের জন্য তৈরি হয়েছিল। আমরা বিশ্বশক্তি হয়ে অন্যকে শাসন করতে চাই না, মানুষের হৃদয়ে স্থান করে সারা বিশ্বের কল্যাণ করতে হবে।
তিনি আরও বলেন, স্বাধীনতা সংগ্রামে যাঁরা লড়াই করেছেন, তাদের বর্ণ, ধর্ম, ভাষা ও অঞ্চল ভিন্ন হলেও তাদের লক্ষ্য ছিল একই। তাঁদের লড়াই ছিল ভারতকে মুক্ত করার। তাঁরা ঐক্যবদ্ধ থেকে দেশ স্বাধীন করেছে। আজ আমাদের একই নীতি প্রকাশ করতে হবে। আজ আমরা দেশের জন্য মরতে চাই না, আমাদের ভাবনা হওয়া উচিত দেশের জন্য প্রতিটি তিলে তিলে বেঁচে থাকা। আমরা সবাই ভারত মাতার সন্তান, এ নিয়ে কারও কোনো সন্দেহ থাকা উচিত নয়।
সংঘ প্রধান বলেন, মালখাচক গ্রাম তাঁর জন্য একটি তীর্থস্থান। ক্ষমতা হস্তান্তরের কেন্দ্র হয়ে উঠেছে এই এলাকা। ভারত কখনই দাস হবে না। দেশের জন্য সর্বস্ব উৎসর্গ করা এই মাটির কাছে মাথা নত করার সুযোগ পেয়েছি। তিনি বলেছিলেন যে ভারতে এখনও ইংরেজি শিক্ষা ব্যবস্থা রয়েছে যা ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে।
এর আগে, ডঃ ভাগবত শহীদ শ্রী নারায়ণ সিং-এর মূর্তি উন্মোচন করেন এবং সাংবাদিক রবীন্দ্র কুমারের লেখা একটি বইটি প্রকাশ করেন। সরণ সহ রাজ্যের বিভিন্ন জেলা থেকে প্রায় ৩৫০ মুক্তিযোদ্ধার আত্মীয়দের সংবর্ধনা দেওয়া হয়েছিল এই কর্মসূচিতে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই, বিজেপি রাজ্য সভাপতি সঞ্জয় জয়সওয়াল, ছাপড়া সাংসদ রাজীব প্রতাপ রুডি এবং মহারাজগঞ্জের সাংসদ জনার্দন সিং সিগ্রিওয়াল সহ বহু বিশিষ্ট ব্যক্তি।