সন্ধ্যা নামতেই ফের বেয়াদপি শুরু পাকিস্তানের! একের এক বিস্ফোরণের শব্দ! আবার ব্ল্যাকআউট জম্মুতে। বাজছে সাইরেন। এক্স হ্যান্ডেল পোস্টে আপাতত কয়েক ঘণ্টা সবাইকে ঘরে থাকার অনুরোধ করলেন কাশ্মীরের মুখ্য়মন্ত্রী ওমর আবদুল্লা।
এক্স হ্যান্ডেল পোস্টে খোদ জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রীই লিখেছেন, জম্মুতে এখন ব্ল্যাকআউট। সাইরেনের শব্দ শোনা যাচ্ছে শহরজুড়ে। আমি যেখানে আছি, সেথান থেকে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে।
গতকাল, বৃহস্পতিবার সন্ধ্যায় এই জম্মুতে ড্রোন হামলা চালিয়েছিল পাকিস্তান। নিশানায় ছিল জম্মু বিমানবন্দর। বিস্ফোরণের শব্দ শোনা যায় জম্মু বিমানবন্দরের সামনে। আকাশে তখন ২ থেকে ৩ পাকিস্তানি ড্রোন। সেই ড্রোনগুলিতে ধ্বংস করে দেয় ভারতীয় বায়ুসেনা। এরপর বেজে ওঠে সাইরেন। গোটা শহরে ব্যাকআউট, জারি চরম সতর্কতা। স্থানীয় বাসিন্দাদের ঘরের বাইরে না বেরোনোর নির্দেশ দেয় প্রশাসন। ফের একই কায়দায় হামলায় চালায় শয়তান পাকিস্তান।