ব্রেকথ্রু সায়েন্স সোসাইটি পশ্চিম মেদিনীপুর জেলা শাখার উদ্যোগে মেদিনীপুরে অনুষ্ঠিত হল
“ইন্ডিয়া মার্চ ফর সায়েন্স”। বিজ্ঞান চিন্তার প্রসারের লক্ষ্যে, ইন্ডিয়া মার্চ ফর সায়েন্সের সমর্থনে পদযাত্রা অনুষ্ঠিত হয় মেদিনীপুর শহরে। নবজাগরণের পথিকৃৎ বিদ্যাসাগরের মূর্তিতে মাল্যাদানের মধ্যে দিয়ে এই কর্মসূচির সূচনা হয়, শেষ হয় মেদিনীপুর কলেজের সামনে। উপস্থিত ছিলেন, খড়্গপুর কলেজের অধ্যাপক ও সংগঠনের জেলা শাখার সভাপতি, দেবাশীষ আইচ, সহ-সভাপতি অধ্যাপক সোমনাথ দে।
রাজ্য শাখার সহ-সম্পাদক ডঃ নির্মল দুয়ারী পদযাত্রার শেষে সভায় ইন্ডিয়ান নলেজ সিস্টেমের নামে অবৈজ্ঞানিক চিন্তার প্রসারের প্রতিবাদ জানান। শিক্ষা ও গবেষণা ক্ষেত্রে সরকারি বরাদ্দ বাড়ানোর দাবি তুলে ধরেন। পদযাত্রায় মেদিনীপুর-খড়গপুর শিল্পাঞ্চলের দূষণ প্রতিরোধ ও জঙ্গলমহলে হাতি সমস্যার সমাধানে উপযুক্ত বৈজ্ঞানিক পদক্ষেপ নেওয়ার দাবিও রাখা হয়।
এই পদযাত্রায় জেলার বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, গবেষক, শিক্ষক ও ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন।