India Lost 26 Patrolling Points in Ladakh: লাদাখে ব্যাকফুটে ভারত? চিনের কাছে ২৬টি টহল পয়েন্টের নিয়ন্ত্রণ খোয়াল সেনা…

চিনের সঙ্গে সংঘাতের আবহ মিটছে না, উল্টে, নিত্যদিন নিত্যনতুন বিপদের আশঙ্কা। সম্প্রতি চিনের কাছে লাদাখ সীমান্ত অঞ্চলের বেশ কিছু অংশের উপর নিয়ন্ত্রণ হারাল ভারত।

লাদাখ নিয়ে চিনের সঙ্গে ভারতের বিরোধিতাপূর্ণ সম্পর্ক বহুদিনের। সম্প্রতি জানা গিয়েছে, পূর্ব লাদাখ সীমান্তের পশ্চিম অংশে ৬৫টি টহল পয়েন্টের মধ্যে কমপক্ষে ২৬টির অধিকার হারিয়েছে ভারত! এগুলিতে ঢুকতেই পারছে না নরেন্দ্র মোদীর সরকার। ভারতশাসিত লাদাখের অন্যতম প্রধান শহর লেহ-র পুলিস সুপারের করা এক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে।

ভারতীয় ওই পুলিস কর্মকর্তা চিনের সঙ্গে ভারতের সুদীর্ঘ সীমান্ত এলাকা নিয়ে বহমান উত্তেজনাময় আবহাওয়ার মধ্যেই উদ্বেগজনক এই তথ্য প্রকাশ করেছেন। তিনি বলছেন, ‘বর্তমানে কারাকোরাম পাস থেকে চুমুর পর্যন্ত ৬৫টি টহল পয়েন্ট (প্যাট্রোলিং পয়েন্ট বা পিপি) আছে। এই এলাকায় ভারতের নিরাপত্তা বাহিনীর (আইএসএফ) সদস্যরা নিয়মিত টহল দেন। তবে ৬৫টি টহল পয়েন্টের মধ্যে অন্তত ২৬টিতে ভারতের উপস্থিতি নেই। পিপি ৫-১৭, পিপি ২৪-৩২ এবং পিপি ৩৭-এ ভারতের নিরাপত্তা বাহিনীর টহল সীমিত হয়ে পড়়েছে অথবা সেখানে কোনো টহলই নেই!’

দিল্লিতে শীর্ষ পুলিস কর্মকর্তাদের বার্ষিক সম্মেলনে লাদাখ নিয়ে এই খবরটি দেওয়া হয়। সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.