দুই দিন আগেই ভারতে ‘মানবাধিকার লঙ্ঘন’ নিয়ে মন্তব্য করেছিলেন মর্কিন সেক্রেটারি অফ স্টেট অ্যান্টনি ব্লিনকেন। এবার মানবাধিকার প্রসঙ্গে আমেরিকাকে পাল্টা ‘খোঁচা’ দিলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর। ‘টু প্লাস টু’ মন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে এস জয়শংকর মার্কিন সফরে গিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে। সেখানেই জয়শংকর জানালেন, ‘মানবাধিকার লঙ্ঘন’ প্রসঙ্গে বৈঠকে কোনও আলোচনাই হয়নি। পাশাপাশি জয়শংকর ইঙ্গিত দেন যে, ‘লবি, ভোট ব্যাঙ্কের রাজনীতির’ কারণেই সম্ভবত মার্কিন প্রশাসনের তরফে সেই অবস্থান (অ্যান্টনি ব্লিনকেনের বিবৃতি) নেওয়া হয়েছিল।
এদিকে এস জয়শংকর আমেরিকায় ঘটে যাওয়া মানবাধিকার লঙ্ঘনের প্রসঙ্গটিও তুলে ধরেন। তিনি মার্কিন মুলুকে থাকাকালীন মঙ্গলবারই আমেরিকায় আক্রান্ত হয়েছিলেন দুই শিখ ব্যক্তি। এই প্রসঙ্গে জয়শংকর বলেন, ‘মানুষ আমাদের (ভারতের) সম্পর্কে তাদের মতামত রাখতেই পারে। কিন্তু আমরাও তাদের বিষয়ে মতামত রাখতে পারি। এবং স্বার্থ এবং লবি এবং ভোটব্যাঙ্কের দ্বারা পরিচালিত হয়েছে সেই মতামত। যখনই এই বিষয়ে কোনও আলোচনা হবে, আমরা তা নিয়ে কথা বলার ব্যাপারে পিছপা হব না।’
ভারতের তরফে ইঙ্গিত করা হয়েছে যে ব্লিনকেনের ‘এক বাক্যের সেই মন্তব্য’ আদতে ডেমোক্র্যাটিক পার্টির ভোট ব্যাঙ্কের রাজনীতির অংশ। ‘প্রগতিশীল আইন প্রণেতা, মুসলিম গোষ্ঠী এবং মানবাধিকার সংস্থাগুলি’কে খুশি করতেই সেই মন্তব্য করা হয়ে থাকতে পারে৷ পাশাপাশি জয়শংকর বলেন, ‘আমরা এই বৈঠকে মানবাধিকার লঙ্গন প্রসঙ্গে আলোচনা করিনি। আমরা রাজনীতি এবং সামরিক বিষয়ে আলোচনা করেছি।’ পাশাপাশি ভারতের বিদেশমন্ত্রী আরও বলেন, ‘এই দেশে যখন মানবাধিকারের সংক্রান্ত কোনও ইস্যু দেখা দেয়, বিশেষ করে যখন এটি ভারতীয় বংশোদ্ভূত সম্প্রদায়ের সাথে সম্পর্কিত হয় তখন আমরা সেই ইস্যুটি উত্থাপন করি। গতকাল এরকমই একটি মামলা আমাদের সামনে এসেছে। এই বিষয়ে আমাদের অবস্থান তাই স্পষ্ট করে দেওয়া হল।’