ভারত হিন্দু রাষ্ট্র। আর সেই কারণেই এদেশে বসবাসকারী প্রত্যেক নাগরিক হিন্দু। সমস্ত ভারতবাসীর হয়ে প্রতিনিধিত্ব করে হিন্দু ধর্ম। নাগপুরের একটি অনুষ্ঠানে এমনটাই বলেছেন আরএসএসের প্রধান মোহন ভাগবত। তিনি আরো বলেন, এই কথাগুলি বুঝতে পেরেও মানতে চান না দেশবাসীর একটা বড় অংশ।কারণ তারা স্বার্থপর।
এর আগেও ভাগবত ভারতকে হিন্দু রাষ্ট্র বলে দাবি করেছেন। তাঁর মতে জিনগতভাবে প্রত্যেক ভারতবাসী হিন্দু ধর্মাবলম্বী। শুক্রবার নাগপুরে দৈনিক তরুণ ভারত সংবাদপত্রের একটি ভবন উদ্বোধনের অনুষ্ঠানের যোগ দেন আরএসএস প্রধান। সেখানে বক্তব্য রাখতে গিয়েই তিনি বলেন, হিন্দুস্থান তথা ভারত হল হিন্দু রাষ্ট্র। এটাই সত্যি। সব ভারতীয়রাই হিন্দু। আর হিন্দু মানে সকল ভারতীয়কেই বোঝানো হয়। আজ যতজন মানুষ ভারতে বসবাস করেন তারা সকলেই হিন্দু সংস্কৃতির সঙ্গে জড়িত।
হিন্দু রাষ্ট্র থেকে হিন্দু পূর্বসূরী সমস্ত কিছুর সঙ্গে হিন্দুত্বের যোগসূত্র রয়েছে। তিনি আরো বলেন, অনেকেই বুঝতে পেরেছেন কিন্তু অনেকেই এটা অস্বীকার করেন। দীর্ঘদিনের অভ্যেস বসত নিজেদের হিন্দু বলে পরিচয় দেন না তারা। আবার কেউ কেউ স্বার্থপর। কেউ কেউ বুঝতেও পারেননি যে তারা হিন্দু রাষ্ট্রের অন্তর্গত।
সংবাদপত্রের ভবন উদ্বোধন করতে গিয়ে সাংবাদিকতার ধরন নিয়েও মুখ খোলেন ভাগবত। আরএসএস প্রধানের মতে, সমস্ত রকমের খবরই মানুষের কাছে পৌঁছে দেওয়া উচিত। সঠিক তথ্য জানাতে হবে মানুষকে। কিন্তু নিজেদের আদর্শ বজায় রাখতে হবে। গোটা দুনিয়া হিন্দু আদর্শকে সমাদর করে, কারণ এর কোনো বিকল্প নেই।