ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজ় দিয়ে আগামী বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্র শুরু করবে ভারতীয় দল। সেই সিরিজ় শুরুর আড়াই মাস আগে সুখবর ভারতীয় দলের জন্য। চোট পাওয়ায় সিরিজ়ের অধিকাংশ ম্যাচই খেলতে পারবেন না ইংরেজ জোরে বোলার ওলি স্টোন।
হাঁটুতে চোট পেয়েছেন স্টোন। অস্ত্রোপচার করাতে হয়েছে ইংল্যান্ডের জোরে বোলারকে। তাঁর মাঠে ফিরতে ১৪ সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে। ফলে ভারতের বিরুদ্ধে প্রথম তিনটি টেস্টে তাঁর খেলার সম্ভাবনা নেই। ঘরোয়া ক্রিকেটে ভাল ফর্মে ছিলেন স্টোন। নটিংহ্যামশায়ারের হয়ে তাঁর পারফরম্যান্স নজর কেড়েছে। ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ়ে স্টোন ইংল্যান্ডের বোলিং আক্রমণের অন্যতম ভরসা হবেন বলে মনে করা হচ্ছিল। কিন্তু হাঁটুর চোট সেই সম্ভাবনা শেষ করে দিল।
ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি) এক বিবৃতিতে জানিয়েছে, ‘‘ইংল্যান্ড এবং নটিংহ্যামশায়ারের জোরে বোলার অলি স্টোন সব ধরনের ক্রিকেট থেকে ১৪ সপ্তাহের জন্য ছিটকে গিয়েছেন। স্ক্যানের রিপোর্ট পাওয়ার পর তাঁর হাঁটুতে অস্ত্রোপচার হয়েছে। বোর্ডের চিকিৎসকেরা তাঁর দেখভাল করছেন।’’ নটিংহ্যামশায়ারের হয়ে আবু ধাবিতে স্টোন গিয়েছিলেন প্রাক মরসুম সফরে। সেখানে গিয়ে ডান হাঁটুতে অস্বস্তি অনুভব করেন তিনি। সমস্যা বাড়তে থাকায় স্ক্যান করানো হয়। স্ক্যানের রিপোর্ট দেখার পর অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন চিকিৎসকেরা।
৩১ বছরের বোলার ২০২৩ সালে শেষ বার শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট খেলেন স্টোন। তার পর খারাপ ফর্মের জন্য জাতীয় দল থেকে বাদ পড়েছিলেন। তিনি পাঁচটি টেস্ট এবং ১০টি এক দিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। চোটের তালিকায় রয়েছেন ইংল্যান্ডের আরও দুই জোরে বোলার। তাঁরা হলেন মার্ক উড এবং ব্রাইডন কার্স। সব মিলিয়ে ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ়ের আগে সমস্যায় ইংল্যান্ড। উল্লেখ্য, দু’দেশের প্রথম টেস্ট শুরু হবে ২০ জুন থেকে।