ভারত বাংলাদেশ আলাদা নয়, বরং এক এবং অভিন্ন, এমনটাই জানিয়েছেন বাংলাদেশের সম্প্রচারমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। দুই দেশের মধ্যে রক্তের সম্পর্ক আছে বলেও তিনি জানান। তাঁর মতে, মুক্তিযুদ্ধে ভারত সরকার এবং জনগন যেভাবে বাংলাদেশকে সাহায্য করেছিল সেটা বাংলাদেশ চিরকাল মনে রাখবে। এই দুই দেশের সম্পর্ক রক্তে লেখা আছে।
সমসাময়িক বিষয় নিয়ে বলতে গিয়ে সোমবার দিন তিনি মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের উদ্দেশ্যে এমনটাই বলেন। চিনের বিদেশমন্ত্রী সদ্যই বাংলাদেশ সফর শেষ করে গিয়েছেন। একাধিক চুক্তিও সই হয়েছে দুই দেশের মধ্যে এই বিষয়ে সাংবাদিকরা জানতে চান যে চিন বাংলাদেশকে উন্নয়নে সাহায্য করছে, সুসম্পর্ক গড়ে উঠছে তার প্রভাব কি ভারতের সঙ্গে সম্পর্কে পড়বে বলে মনে করেন?
এই বিষয়ে তিনি স্পষ্টতই জানান, ভারত বাংলাদেশের সম্পর্ক সবার উপরে, তার সঙ্গে কারও তুলনা হয় না। অন্যদিকে, চিন তাদের বন্ধুপ্রতিম দেশ, তাদের অনেক বিষয়ে সাহায্য করেছে চিন। চিনের হাত ধরেই বাংলাদেশ উন্নয়নের পথে এগোচ্ছে। তাই তিনি সকলকে মনে করিয়ে দেন, কারও সঙ্গে কারও তুলনা করা যায় না, কারণ বাংলাদেশের পররাষ্ট্রনীতিই হচ্ছে কারও সঙ্গে বৈরিতা নয়, সবার সঙ্গে বন্ধুত্ব।
এছাড়াও তিনি ভারত প্রসঙ্গে বলতে গিয়ে জানান, যে সম্পর্ক রক্তের, রক্ত দিয়ে লেখা সেটার উপর অন্য কিছুর প্রভাব পড়তে পারে বলে তিনি মনে করেন না। বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক অবিচ্ছেদ্য।
অন্যদিকে তাঁকে এদিন বাংলাদেশের বর্তমান পরিস্থিতির কথা জিজ্ঞেল করা হলে তিনি জানান সকলেই যেন বিশ্ব পরিস্থিতির দিকে তাকায়। তাহলে বোঝা যাবে বাংলাদেশ সরকার কেন এমন সিদ্ধান্ত নিয়েছে। বিএনপি যতই প্রতিক্রিয়া দেখাক তিনি বলেন এসব করে কোনও লাভ নেই, মানুষ জানে তাঁদের উদ্দেশ্য কী।