ডেভিস কাপে বিশ্ব গ্রুপ ১ পর্যায়ের প্লে অফে মুখোমুখি হবে ভারত এবং ডেনমার্ক। ভারতের জন্য এটি হতে চলেছে অ্যাওয়ে টাই। আর গুরুত্বপূর্ণ সেই টাইয়ের কথা মাথাতে রেখেই এবার ভারতীয় দল ঘোষণা করা হল। শনিবার অল ইন্ডিয়া টেনিস ফেডারেশনের (এআইটিএ) তরফে পাঁচ সদস্যের ভারতীয় দল ঘোষণা করা হয়েছে এই ডেনমার্ক টাইয়ের জন্য। ২০২৩ সালের ৩ এবং ৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ভারত বনাম ডেনমার্কের এই ডেভিস কাপ টাই।
ডেনমার্কের হিল্লেরোডে অবস্থিত রফ্যাল স্টেজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই টাই। এআইটিএর তরফে যে ভারতীয় দল ঘোষণা করা হয়েছে তাতে রয়েছেন শশীকুমার মুকুন্দ, প্রজনেশ গুণশ্বরণ, রোহন বোপান্না, রামকুমার রামানাথান এবং ইউকি ভাম্ব্রি। পাশাপাশি দলের রিজার্ভ হিসেবে ঘোষণা করা হয়েছে সুমিত নাগালের নাম। দলের নন-প্লেয়িং অধিনায়কের ভূমিকা পালন করবেন রোহিত রাজপাল।
এআইটিএর তরফে জানানো হয়ে খেলোয়াড়দের সাম্প্রতিক ফর্ম এবং তাঁদের উপস্থিতির কথা মাথাতে রেখেই ডেনমার্কের বিরুদ্ধে দল বেছে নিয়েছে ভারত। নন্দন বালের সভাপতিত্বে এদিন এক ভার্চুয়াল মিটিং আয়োজন করা হয়েছিল। যেখানে বেছে নেওয়া হয়েছে পাঁচ সদস্যের ভারতীয় দলকে। উল্লেখ্য এর আগে ৪-০ ফলে ডেনমার্ককে হারিয়েছিল ভারত। ডেভিস কাপ ২০২২ ‘র গ্রুপ-১ প্লে অফ টাইয়ে মুখোমুখি হয়েছিল ভারত এবং ডেনমার্ক। দিল্লির জিমখানা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল সেই টাই। এই টাইয়ের আগে নরওয়ের কাছে ৩-১ ফলে অ্যাওয়ে টাইতে হেরেছিল ভারত।