সারা দেশজুড়ে ১৫ আগস্ট স্বাধীনতা দিবস পালন হয়ে গেল। কিন্তু বালুরঘাট ও নদিয়ার একাংশে স্বাধীনতা দিবস পালন হয় তার ঠিক তিন দিন পর অর্থাৎ ১৮ আগস্ট। আর সেই কারণে আজ বালুরঘাটে স্বাধীনতা দিবস উপলক্ষে বালুরঘাট হাই স্কুলের মাঠে জাতীয় পতাকা উত্তোলন করলেন বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার।
কিন্তু কেন ১৮ আগস্ট বালুরঘাটে স্বাধীনতা দিবস পালন করা হয়? ১৯৪৭ সালের ১৫ আগস্ট গোটা দেশ স্বাধীনতার স্বাদ পেলেও নদিয়া ও বালুরঘাটের একাংশ তা পায়নি, কারণ তখনও সেই অঞ্চলগুলি ছিল তৎকালীন ইস্ট পাকিস্তানের অন্তর্গত। ঐতিহাসিকদের মতে ১৫ আগস্ট নদিয়া বালুরঘাটে নাকি পাকিস্তানের পতাকাও উড়েছিল।
এরপর সংশ্লিষ্ট অঞ্চলের বাসিন্দারা প্রতিবাদ জানায়। ব্রিটিশ ভাইসরয় লর্ড মাউন্টব্যাটেনের সঙ্গে কথা বলে পরিবর্তিত হয় ভারতের ম্যাপ অর্থাৎ র্যাডক্লিপ লাইন। আর সেই কাজে সময় লেগেছিল তিনদিন। ফলে ১৮ আগস্টের সকালে স্বাধীনতার স্বাদ পেয়েছিল এই দুটি এলাকা।
তাই ওই এলাকায় আজকের দিনেই জাতীয় পতাকা উড়েছিল। তবে ১৮ আগস্ট স্বাধীনতা দিবস উদযাপনের অনুমতি প্রথম থেকে মেলেনি।দীর্ঘদিন ধরে এই দাবি জানিয়েছেন স্থানীয়রা। ২০০২ সালে অনুমতি পান তারা। সেই থেকে ১৮ আগস্ট জাতীয় পতাকা উত্তোলন করা হয় নদিয়া ও বালুরঘাটের কিছু এলাকায়।
আজ সুকান্ত মজুমদার সেই কর্মসূচিতে অংশগ্রহণ করলেন। টুইট করে সুকান্ত মজুমদার লিখেছেন ১৫ আগস্ট ১৯৪৭ ব্রিটিশ শাসন থেকে ভারতবর্ষ স্বাধীন হবার তিন দিন পর ১৮ আগস্ট বালুরঘাট ভারতবর্ষে অন্তর্ভুক্ত হয়। বালুরঘাট হাই স্কুল ময়দানে ভারতে ত্রিবর্ণ রঞ্জিত পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে স্বাধীনতাকে বরণ করে নেয় বালুরঘাটের বাসিন্দারা। ঐতিহাসিক এই দিনটিকে বালুরঘাটের সমস্ত নাগরিককে শুভেচ্ছা জানিয়েছেন সংসদ তথা বিজেপির রাজ্য সভাপতি।