কে আছেন, কে নেই, তা নিয়ে কাটাছেঁড়া করার বিন্দুমাত্র ইচ্ছা দেখালেন না যুবরাজ সিং। বরং তাঁর স্পষ্ট দাবি, যোগ্যরা সুযোগ পেয়েছেন ওয়েস্ট ইন্ডিজ সিরিজের ভারতীয় দলে। এক্ষেত্রে যুবি বিশেষ কয়েকজনের দিকে ইঙ্গিত করেন, যাঁরা জাতীয় দলে সুযোগ পাওয়ার যোগ্য দাবিদার ছিলেন বলে তাঁর মনে হয়েছে।
সচরাচর যে কোনও সিরিজের দল নির্বাচনের পরেই বিশেষজ্ঞদের মধ্যে দীর্ঘ আলোচনা চলে ঘোষিত স্কোয়াড নিয়ে। কাদের দলে থাকা উচিত ছিল, কাদের বাদ পড়া উচিত ছিল, এ কেন দলে নেই, ওকে কেন রাখা হল প্রভৃতি বিভিন্ন দৃষ্টিকোণ থেকে জাতীয় নির্বাচকদের সিদ্ধান্তের কাটাছেঁড়া করতে দেখা যায় সমালোচকদের।ট্রেন্ডিং স্টোরিজ
যুবরাজ সে পথে হাঁটলেন না। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ান ডে ও টি-২০ সিরিজের জন্য ভারতীয় দল ঘোষণার পরে যুবি সোশ্যাল মিডিয়ায় সংক্ষিপ্ত মন্তব্য করেন। তাঁদ দাবি, কুলদীপ যাদব, ওয়াশিংটন সুন্দর, দীপক হুডা, রুতুরাজ গায়কোয়াড়রা সুযোগ পাওয়ার যোগ্য। সুতরাং, নির্বাচকরা যোগ্য দাবিদারদের জাতীয় দলে সুযোগ করে দিয়েছেন বলে কার্যত তাঁদের প্রশংসাই করেন যুবি।
যুবরাজ টুইট করেন, ‘স্কোয়াডে কুলদীপ, ওয়াশিংটন, দীপক হুডা, রুতুরাজদের দেখে ভালো লাগছে। যোগ্য দাবিদার ছিল ওরা।’ টুইটটি যুবি ট্যাগ করেন বিসিসিআইকে।

