শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি এবং টেস্ট সিরিজে ভারতীয় দলে বড় পরিবর্তন দেখা যেতে পারে। Cricbuzz-এর রিপোর্ট অনুযায়ী, আসন্ন শ্রীলঙ্কা সিরিজে প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলিকে টি-টোয়েন্টি সিরিজে বিশ্রাম দেওয়া হতে পারে। অনেক দিন ধরেই একটানা ক্রিকেট খেলছেন কোহলি। সেই কারণেই তাকে বিশ্রাম দেওয়া কথা ভাবছে ভারতীয় ক্রিকেট বোর্ড। অন্যদিকে জাতীয় দলে ফিরতে পারেন রবীন্দ্র জাদেজা ও জসপ্রীত বুমরাহ। চোটের কারণে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের পর থেকে ভারতীয় দল থেকে ছিটকে গিয়েছিলেন জাদেজা। একই সময়ে, দক্ষিণ আফ্রিকা সফরের পর ওয়েস্ট ইন্ডিজ সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছিল বুমরাহকে। সূত্রের খবর, টেস্ট সিরিজের আগে রোহিত শর্মাকে তিন ফর্ম্যাটেরই অধিনায়ক করতে পারে বিসিসিআই।
জাদেজা বর্তমানে বেঙ্গালুরুতে ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে পুনর্বাসনের মধ্য দিয়ে রয়েছেন। তিনি ২৪ ফেব্রুয়ারির মধ্যে লখনউ পৌঁছাতে পারেন। যেখানে তাকে কয়েকদিন কোয়ারেন্টাইনে থাকতে হবে। জাদেজা টি-টোয়েন্টি সিরিজে নয়, টেস্ট সিরিজে খেলবেন বলে আশা করা হচ্ছে। তবে বুমরাহ টি-টোয়েন্টি সিরিজেই ফিরতে পারেন। ২৪ ফেব্রুয়ারি থেকে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে T20 এবং টেস্ট সিরিজের সময়সূচী ঘোষণা করেছে বিসিসিআই। ২৪ ফেব্রুয়ারি লখনউতে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে শ্রীলঙ্কা দলের সফর শুরু হবে। ৪ মার্চ থেকে মোহালিতে শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ। মোহালিতে নিজের ১০০তম টেস্ট ম্যাচ খেলবেন প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি।ট্রেন্ডিং স্টোরিজ
বিসিসিআইয়ের একজন কর্মকর্তা তার বিবৃতিতে বলেছেন যে নির্বাচক, খেলোয়াড়, কোচ সবাই চান রোহিত শর্মা টেস্ট দলের অধিনায়ক হন। তিনি বলেন, আগামী সপ্তাহে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের জন্য দল নির্বাচনের পর টেস্ট অধিনায়ক হিসেবে রোহিতের নিয়োগের আনুষ্ঠানিক ঘোষণা করা হতে পারে। হিটম্যান ইতিমধ্যেই ওয়ানডে এবং টি-টোয়েন্টি ফর্ম্যাটে টিম ইন্ডিয়ার অধিনায়ক।