IND VS AUS: ১০ উইকেটে লজ্জার হার ভারতের! দুরন্ত প্রত্যাবর্তনে সিরিজে ফিরল অস্ট্রেলিয়া

 মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে (Wankhede Stadium, Mumbai) পাঁচ উইকেটে অস্ট্রেলিয়াকে হারিয়ে (Australia vs India, 1st ODI), তিন ম্যাচের চলতি ওয়ানডে সিরিজের শুভারম্ভ করেছিল টিম ইন্ডিয়া। রবিবার বিশাখাপত্তনমের ডক্টর ওয়াইএসআর রেড্ডি এসিএ-ভিডিসিএ (Dr. Y.S. Rajasekhara Reddy ACA-VDCA Cricket Stadium) দ্বিতীয় ওয়ানডে খেলতে নেমেছিল ভারত-অস্ট্রেলিয়া (India vs Australia, 2nd ODI)। ১০ উইকেটে লজ্জার হার হারল টিম ইন্ডিয়া। স্টিভ স্মিথ (Steven Smith) টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠিয়ে ছিলেন। স্মিথের সিদ্ধান্তে সিলমোহর দেন তাঁর বোলাররাই। মূলত মিচেল স্টার্ক (Mitchell Starc)। তিনি একাই তুলে নিলেন পাঁচ উইকেট। স্টার্ক এদিন তাঁর ওয়ানডে কেরিয়ারের নবম পাঁচ উইকেট নিলেন এক ইনিংসে। ভারত গুটিয়ে যায় মাত্র ১১৭ রানে। ৫০ ওভারের ম্যাচে ভারত ব্যাট করতে পারল মাত্র ২৬ ওভার। অত্যাশ্চর্য বা অস্বাভাবিক কিছু না ঘটলে যে, এই রান তুলে সিরিজে সমতায় ফিরবে অস্ট্রেলিয়া, তা এক প্রকার লেখাই হয়ে গিয়েছিল। কারণ ২০ ওভারের ম্যাচেও এই রান করে জেতা কঠিন এখন। সেখানে ৫০ ওভারের খেলা। 

ব্যক্তিগত কারণে রোহিত শর্মা প্রথম ওয়ানডে খেলেননি। এদিন তিনি ফিরেছেন। ভারত অধিনায়ক চেনা ওপেনারের ভূমিকাতেই উত্তীর্ণ হলেন শুভমন গিলের সঙ্গে। ভারতের ইনিংসের তৃতীয় বলেই চলে যায় প্রথম উইকেট। স্টার্কের বলে মার্নাস লাবুশানের হাতে ক্যাচ তুলে দেন তিনি। মাত্র ২ বল ক্রিজে ছিলেন গিল। কোনও রান যোগ না করেই ফিরে যান পঞ্জাবের ওপেনার। তিনে নামা বিরাট কোহলির সঙ্গে রোহিতের যুগলবন্দি জমার অপেক্ষায় যখন বিশাখাপত্তনমের দর্শকরা, ঠিক তখনই যা করার করে দিলেন স্টার্ক। বিশ্ববন্দিত অজি পেসারের দ্বিতীয় শিকার ক্যাপ্টেন রোহিত। স্টার্কের সিম ডেলিভারিতে প্রথম স্লিপে খোঁচা দিলেন রোহিত। বাজপাখির মতো ঝাঁপিয়ে ক্যাচ নিলেন ক্যাপ্টেন স্মিথ। ১৩ রানে শেষ হয়ে যায় রোহিতের গল্প। পাঁচ ওভারের মধ্যেই ৩২ রান তুলতে গিয়ে ভারতের দুই ওপেনার ফিরে যায়। কাঁধে গুরুদায়িত্ব তুলে নেন কোহলি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.