ফরাসি নৌবাহিনীর অন্যতম বৃহৎ রণতরী এফএনএস চার্লস দ্য গল-সহ গোটা ‘ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ’ চলে এসেছে আরব সাগরের উপকূলে। নিশানায়, ভারতীয় নৌসেনার সঙ্গে যৌথ যুদ্ধ মহড়া ‘বরুণ’।
গত চার দশক ধরেই দু’দেশের মধ্যে প্রতিরক্ষা ক্ষেত্রে সহযোগিতা নিবিড়। ৪২তম ‘বরুণ’ নৌমহড়া তাতে নতুন মাত্রা আনতে চলেছে বলেই মনে করছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞদের একাংশ। সোমবার থেকে গোয়া এবং কোচির মধ্যবর্তী অংশে শুরু এই নৌমহড়ায় বৃহত্তম ফরাসি বিমানবাহী যুদ্ধজাহাজ ছাড়াও থাকছে সে দেশের একাধিক ফ্রিগেট, ডেস্ট্রয়ার এবং সামরিক পরিবহণ জলযান।
ফরাসি নৌবাহিনীর ‘মিশন ক্লেমেনসো ২৫’-এর অংশ হিসাবে ওই ‘ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ’টিকে সম্প্রতি ভারত মহাসাগরে মোতায়েন করা হয়েছে। যার প্রধান লক্ষ্য, ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ফ্রান্স তথা ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলির নিরাপত্তা ও বাণিজ্যিক স্বার্থ রক্ষা করা। পাশাপাশি, এই অঞ্চলের মিত্রদেশগুলির (যার মধ্যে রয়েছে ভারত) সঙ্গে সামরিক সহযোগিতা বৃদ্ধিও প্যারিসের লক্ষ্য।