মশা তাড়াতে ধূপ জ্বালিয়েছিল দুই ভাই। তা থেকে আগুন লেগে ঘুমের মধ্যেই মৃত্যু হল এক কিশোরের। দ্বিতীয় জনকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। উত্তরপ্রদেশের গাজ়িয়াবাদের ঘটনা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদের নাম অরুণ এবং বংশ। অরুণ দ্বাদশ শ্রেণিতে পড়ে। বংশ দশম শ্রেণিতে পড়াশোনা করে। শনিবার রাত ১টা নাগাদ ঘরে মশার ধূপ জ্বালায় তারা। তার পরে ঘুমিয়ে পড়ে। প্রায় দেড় ঘণ্টা পরে ধোঁয়ার গন্ধে তাদের বাবা নীরজের ঘুম ভাঙে। তিনি দেখে, ছেলেদের ঘরে আগুন জ্বলছে। তিনি ঘরে ছুটে গিয়ে দেখেন, ছোট ছেলে বংশের মৃত্যু হয়েছে। প্রতিবেশীদের সাহায্যে বড় ছেলেকে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানিয়েছেন, মৃত কিশোরদের বাবা-মা অন্য ঘরে ঘুমিয়ে ছিলেন। মৃতদের বাবা নীরজ জানিয়েছেন, শনিবার সন্ধ্যা থেকেই গাজ়িয়াবাদের ওই এলাকায় বিদ্যুৎ সংযোগ নেই। নীরজের কথায়, ‘‘ঘরে আলো ছিল না। মশার উৎপাত বেড়েছিল। তাই ছেলেরা খাটের নীচে মশা মারার ধূপ জ্বালিয়ে ঘুমাতে গিয়েছিল। গায়ে কম্বল চাপা দেওয়া ছিল। খাটের উপর কিছু জামাকাপড়ও ছিল।’’ পুলিশের অনুমান, ধূপ থেকে ওই জামাকাপড়, কম্বলে আগুন ধরে যায়। নীরজ জানিয়েছেন, প্রতিবেশীরা এসে ঘরে জল ঢেলে আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু শেষরক্ষা হয়নি। দুই কিশোরের দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।