1/8পশ্চিমবঙ্গে ওমিক্রনের কবলে আরও ৫, বিদেশে যাননি কলকাতার ২-সহ ৪ জন (ছবিটি প্রতীকী, সৌজন্য পিটিআই) 2/8পশ্চিমবঙ্গে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১। বুধবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে একথা জানানো হয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই) 3/8পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দফতরের এক আধিকারিককে উদ্ধৃত করে সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, পাঁচজনের শরীরে ওমিক্রনের হদিশ মিলেছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই) 4/8ওই আধিকারিককে উদ্ধৃত করে পিটিআই জানিয়েছে, পাঁচজনের মধ্যে একজন বিদেশ থেকে ফিরেছেন। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই) 5/8ওই আধিকারিককে উদ্ধৃত করে পিটিআই জানিয়েছে, চারজনের বিদেশ যাত্রার কোনও ইতিহাস নেই। তাঁদের মধ্যে দু’জনের বাড়ি কলকাতায়। একজন হাওড়ার বাসিন্দা। অপরজন দমদমে থাকেন। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই) 6/8ওই আধিকারিককে উদ্ধৃত করে পিটিআই বলেছে, ‘গত রাতে আমরা ১০৭ জনের জিনোম সিকোয়েন্সিংয়ের রিপোর্ট পেয়েছি। তাঁদের মধ্যে পাঁচজন ওমিক্রনে আক্রান্ত। একজনের বিদেশ যাত্রার ইতিহাস আছে। বাকি চারজনের নেই।’ (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই) (PTI) 7/8ওই আধিকারিক জানিয়েছেন, ওই ব্যক্তিদের সংস্পর্শে যাঁরা এসেছেন, তাঁদের শনাক্ত করার চেষ্টা চলছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই) 8/8কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গে এক ওমিক্রন আক্রান্তের হদিশ মিলেছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই) 2021-12-29