ভোট দিতে গিয়ে সমস্যায় পড়েছেন, অভিযোগ জানাতে এই নম্বরে ফোন করুন

রাজ্যে শুরু হয়েছে প্রথম দফার বিধানসভা নির্বাচন। ভোটগ্রহণ চলছে বাঁকুড়া, পুরুলিয়া,পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর ও ঝাড়গ্রামের ৩০টি কেন্দ্রে। রাজ্যের স্পর্শকাতর কেন্দ্রের তালিকায় রয়েছে এই কেন্দ্রগুলি। তাই পাঁচটি জেলায় সুষ্ঠুভাবে ভোটপর্ব চলে সেজন্য প্রচেষ্টার ত্রুটি রাখেনি নির্বাচন কমিশন। সেজন্য প্রত্যেকটি কেন্দ্রে মোতায়েন করা হয়েছে পর্যাপ্ত পুলিশ, নিরাপত্তা বাহিনী, কেন্দ্রীয় বাহিনী। এর পরেও যদি ভোট দিতে গিয়ে কোনওরকম সমস্যার মুখে পড়তে হয়, তাহলে ফোন করে অভিযোগ জানানোর বিকল্প ব্যবস্থা করেছে কমিশন। এছাড়াও যেকোনও সমস্যার জন্য নির্বাচন কমিশনের Help line নম্বর 1950 তে ফোন করতে পারেন। এছাড়াও ভোটাররা নির্বাচন কমিশনের অভিযোগ ওয়েবসাইটেও জানাতে পারেন।

সাধারণ পর্যবেক্ষকের সঙ্গে যোগাযোগ করতে ফোন করুন:

পুরুলিয়া

১) বন্দোয়ান এবং মানবাজার- ঝনঞ্জয় হেমব্রম (9437147811)

২) বলরামপুর ও পুরুলিয়া- জ্যোতি কলস (9958052647)

৩) বাগমুন্ডি এবং জয়পুর- ইসরায়েল ওয়াতরে ইনগিটি (7005603837)

৪) কাশীপুর, পাড়া এবং রঘুনাথপুর- সঞ্জয় দুবে (8986915015)

বাঁকুড়া

১) রানিবাঁধ- গোবিন্দ মারুতি বোদকে (9730684666)

২) রাইপুর- সুহাস কৃষ্ণ দিওয়াসে (9822596967)

৩) শালতোড়া- কে এল বাচানি (9099996588)

৪) ছাতনা- ঊষা পারমার (9425408275)

পূর্ব মেদিনীপুর

১) পটাশপুর- জয় কৃষন আভির (9896088500)

২) এগরা- ড. জগদীশা কেজি (9448899126)

৩) ভগবানপুর- সুশীল খদেকার (9130023444)

৪) কাঁথি উত্তর এবং খেঁজুরি- অরুণ শেখরি (9872221702)

৫) কাঁথি দক্ষিণ এবং রামনগর- সঞ্জয় মীনা (8411866073)

পশ্চিম মেদিনীপুর

১) খড়গপুর- গোপাবন্ধু সতপথি (9437101022)

২) দাঁতন এবং কেশিয়ারি- সুশীল কুমার (9412050009)

৩) গড়বেতা এবং শালবনি- ড. রঞ্জিত কুমার সিনহা (8395889311)

৪) মেদিনীপুর- মহেন্দ্র কুমার প্রকাশ (8509952549)

ঝাড়গ্রাম

১) নয়াগ্রাম- এম জি রাজামণিকরন (9446959894)

২) গোপীবল্লভপুর এবং ঝাড়গ্রাম- এস সত্যনারায়ন (8096862999)

৩) বিনপুর- কে এস কান্দাস্বামী (9677021178)

পুলিশ পর্যবেক্ষককে অভিযোগ জানাতে হলে ফোন করুন:

পূর্ব মেদিনীপুর

১) পটাশপুর, এগরা,ভগবানপুর, কাঁথি উত্তর, খেঁজুরি, কাঁথি দক্ষিণ এবং রামনগর- মধুকর পাণ্ডে (9833330666)

ঝাড়গ্রাম

১) নয়াগ্রাম. গোপীবল্লভপুর, ঝাড়গ্রাম এবং বিনপুর- শশীপ্রভা দ্বিবেদী (9592912018)

পশ্চিম মেদিনীপুর

১) খড়গপুর, দাঁতন এবং কেশিয়ারি- টি কান্দাস্বামী (8509961083)

২) গড়বেতা, শালবনি এবং মেদিনীপুর- জি আখেত সেমা (8119891342)

পুরুলিয়া

১) বন্দোয়ান, মানবাজার, বলরামপুর ও পুরুলিয়া- চঞ্চল শেখর (8800611677)

২) বাগমুন্ডি , কাশীপুর, পাড়া, রঘুনাথপুরএবং জয়পুর- সঞ্জীব কুমার নরজারি (9672700111)

বাঁকুড়া

১) রানিবাঁধ, রাইপুর, শালতোড়া, ছাতনা- জিতেন্দ্র মিশ্র (9931845951)

ভোটার আগের দিনের রাত থেকেই রাজ্যের নানা প্রান্ত থেকে নানা হিংসার ঘটনা সামনে আসছে। পূর্ব মেদিনীপুরের পটাশপুরে আহত হয়েছেন ওসি ও আধাসেনা জওয়ান।কাঁথি দক্ষিণ কেন্দ্র থেকেও মিলেছে হিংসার অভিযোগ। পূর্ব মেদিনীপুরের খেজুরিতেও গতকাল রাত থেকে বোমাবাজির অভিযোগ উঠেছে। পুরুলিয়া সদর কেন্দ্রে আবার তৃণমূল কর্মীদের মারধরের অভিযোগ উঠেছে অশান্তির আবহেই শুরু হয়েছে ভোটদান পর্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.