ত্রিপুরায় ৩৩ শতাংশ সরকারি চাকরি মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে। মঙ্গলবার আন্তর্জাতিক মহিলা দিবসে এই কথাই ঘোষণা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ।
এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ জানান, ‘ত্রিপুরায় বিজেপি সরকারের আমলে মাথা পিছু আয়ের পরিমাণ বেড়েছে। এখনকার সরকারের আমলে কৃষকদের আয়ও দ্বিগুণ হয়েছে। মাথা পিছু আয়ের পরিমাণ ১.৩ লাখ টাকায় গিয়ে পৌঁছেছে।’ একইসঙ্গে তিনি জানান, বিপ্লব দেব সরকারের আমলে ত্রিপুরায় রাজনৈতিক হিংসার ঘটনা ঘটেনি। অপরাধ প্রবণতা ৩০ শতাংশ কমে গিয়েছে। এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী জানিয়েছেন, গত নির্বাচনের আগে দলীয় ইস্তাহারে যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা অক্ষরে অক্ষরে পালন করে বিজেপি সরকার।
আগামী বছর ত্রিপুরায় বিধানসভা ভোট। তার অনেক আগে থেকেই ত্রিপুরার মানুষের মন জয় করার জন্য বার্তা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী। এই প্রসঙ্গে তিনি জানান, আগরতলাকে রেলপথের মাধ্যমে ভারতের অবশিষ্ট অংশের সঙ্গে যুক্ত করে দেওয়া হয়েছে। মোট ৫৪২ কিলোমিটার জাতীয় সড়কও তৈরি করা হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ত্রিপুরায় বিধানসভা ভোটকে এখন থেকেই পাথির চোখ করতে চাইছে বিজেপি। পাশাপাশি তৃণমূলও আগামী বছর ত্রিপুরায় বিধানসভা ভোটের জন্য ঝাঁপাবে। অন্যদিকে কংগ্রেসও প্রস্তুতি নিতে শুরু করছে। এই পরিস্থিতিতে মহিলা ভোট টানতে এখন থেকেই সক্রিয় হলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী।