তিন ঘণ্টার অস্ত্রোপচারে হায়দরাবাদের একটি হাসপাতালের ডাক্তাররা ৫০ বছর বয়সী একজন রোগীর শরীর থেকে ১৫৬টি কিডনি পাথর সরাল। চিকিত্সকরা জানান যে ভারতে এর আগে কখনও এক রোগীর কিডনি থেকে একসাথে এত সংখ্যক পাথর বের হয়নি। রোগী একজন স্কুল শিক্ষক। তাঁর পেটে হঠাৎ ব্যথার কথা জানিয়ে তিনি হাসপাতালে যান। হুবলির বাসিন্দা ওই রোগীকে প্রীতি ইউরোলজি অ্যান্ড কিডনি হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
পরীক্ষার পর কিডনিতে প্রচুর পরিমাণে পাথর দেখা যায়। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে যে ডাক্তাররা রোগীর কিডনি স্বাভাবিক অবস্থানে পাননি। মূত্রনালীর বদলে পেটের কাছে কিডনিটি খুঁজে পান তাঁরা। ল্যাপারোস্কোপি এবং এন্ডোস্কোপির মাধ্যমে তিন ঘণ্টা ধরে এই পাথর বের করার প্রক্রিয়া চলে।ট্রেন্ডিং স্টোরিজ
ইউরোলজিস্ট তথা প্রীতি ইউরোলজি অ্যান্ড কিডনি হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডঃ চন্দ্র মোহন বলেন, ‘তিন ঘণ্টা ধরে চলা পদ্ধতির পর পাথরগুলো পুরোপুরি বের করা হয়। শরীরের বড় কোনও ছেদের বদলে ক্ষুদ্র ছেদ করেই পাথরগুলি সম্পূর্ণরূপে বের করতে সম্ভব হয়েছিল। রোগী এখন সুস্থ এবং নিয়মিত দৈনন্দিন রুটিনে ফিরে এসেছেন।’ তিনি আরও জানান, ভারতে এর আগে কখনও এক রোগীর কিডনি থেকে একসাথে এত সংখ্যক পাথর বের হয়নি।