ভোরবেলা ঘন কুয়াশায় ঢেকে রয়েছে রাস্তা। দেখতে না পেয়ে একে অপরের সঙ্গে ধাক্কা লাগে কয়েকটি গাড়ির। বিপত্তি বাধল অন্য জায়গায়। ওই গাড়ির যাত্রীদের উদ্ধার করতে এসেছিলেন চার জন। তাঁদের পিষে দিয়ে চলে যায় একটি ট্রাক। হরিয়ানার হিসার-চণ্ডীগড় জাতীয় সড়কে রবিবার সকালে এই ঘটনা হয়েছে।
গত কয়েক দিন ধরে দিল্লি-সহ উত্তর ভারতের বেশিরভাগ অংশ ঘন কুয়াশায় ঢেকে রয়েছে। দৃশ্যমানতা কম থাকার কারণে বার বার দুর্ঘটনা ঘটছে। এর মধ্যে রবিবার সকালে হিসার-চণ্ডীগড় জাতীয় সড়কে একটি ডিভাইডারে ধাক্কা দেয় একটি গাড়ি। পিছন থেকে আর একটি গাড়ি এসে ধাক্কা দেয় সেই গাড়িতে। আহতদের বাঁচাতে ছুটে আসেন কয়েক জন স্থানীয়। সেই সময় পিছন থেকে আরও একটি ট্রাক এসে পিষে দেয় চার জনকে। দৃশ্যমানতা কম থাকায় রাস্তায় যে ওই চার জন দাঁড়িয়েছিলেন, তা দেখতে পাননি চালক।
এর পরে ট্রাকটি মোট চারটি গাড়িকে ধাক্কা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। তার জানলার কাচ ভেঙে চালককে উদ্ধার করা হয়। তত ক্ষণে তীব্র যানজট তৈরি হয়েছে জাতীয় সড়কে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চার জনের দেহ হাসপাতালে পাঠিয়েছে। তাঁদের পরিচয় এখনও মেলেনি। পুলিশের হস্তক্ষেপে যানজটও নিয়ন্ত্রণে এসেছে। প্রসঙ্গত, উত্তর ভারতের বেশ কিছু শহরে কুয়াশার জন্য সতর্কতা জারি করেছে মৌসম ভবন (আইএমডি)।