ভোটের ছত্তীসগঢ়ে বিস্ফোরণে জখম কমান্ডো, মিজ়োরামে ভোট দিতে পারলেন না খোদ মুখ্যমন্ত্রী!

গণতন্ত্রের পরীক্ষার মুখোমুখি হতে চলেছে ছত্তীসগঢ় এবং মিজ়োরাম। মঙ্গলবার ছত্তীসগঢ়ে প্রথম দফার ভোটগ্রহণ শুরু হয়েছে। রাজ্যের ৯০টি বিধানসভা আসনের মধ্যে মাওবাদী উপদ্রুত ২০টি আসনে ভোটগ্রহণ হচ্ছে। এই দফায় মোট ২২৩ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন প্রায় ৪০ লক্ষ ৭৯ হাজার ভোটদাতা। পাশাপাশি মিজ়োরামের ৪০টি আসনেও ভোটগ্রহণ শুরু হয়েছে সকাল ৭টা থেকে। ১৭৪ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন সে রাজ্যের প্রায় ৮ লক্ষ ৫২ হাজার ভোটদাতা। ভোটগণনা হবে ৩ ডিসেম্বর।

শুধু মূল বিষয়গুলি

timer শেষ আপডেট: ০৭ নভেম্বর ২০২৩ ০৯:৫০

মিজ়োরামে এখনও পর্যন্ত ভোট শান্তিপূর্ণ

মঙ্গলবার সকাল ৭টা থেকে মিজ়োরামে ভোট শুরু হয়েছে। এখনও পর্যন্ত ভোট মোটের উপপ শান্তিপূর্ণ রয়েছে। দু’একটি জায়গায় বিক্ষিপ্ত গোলমাল ছাড়া কোথাও ভোটগ্রহণ পর্ব ব্যাহত হয়নি। সকাল থেকে ভোটকেন্দ্রগুলিতে ভোটারদের আনাগোনা চোখে পড়ার মতো।

timer শেষ আপডেট: ০৭ নভেম্বর ২০২৩ ০৮:২৩ key status

ভোট নিয়ে মোদীর বার্তা

ছত্তীসগঢ়ের ভোট নিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সকল ভোটারকে তিনি ভোট দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। যাঁরা প্রথম বার ভোট দেবেন, তাঁদের শুভেচ্ছাও জানিয়েছেন প্রধানমন্ত্রী। একই বার্তা তিনি দিয়েছেন মিজ়োরামের জন্যেও। 

timer শেষ আপডেট: ০৭ নভেম্বর ২০২৩ ০৭:৫১ key status

বিস্ফোরণে জখম কেন্দ্রীয় বাহিনীর জওয়ান

ছত্তীসগঢ়ে ভোট চলাকালীন বিস্ফোরণ। জখম কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ান। নকশাল উপদ্রুত সুকমা এলাকায় ভোট শুরুর পরপরই বিস্ফোরণ হয়। সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, এর নেপথ্যে নকশালদের হাত রয়েছে বলে মনে করা হচ্ছে।

timer শেষ আপডেট: ০৭ নভেম্বর ২০২৩ ০৭:৪৬ key status

ছত্তীসগঢ়ে ভোটদাতাদের কাছে অমিত শাহের আর্জি

ভোট শুরু হতেই এক্স হ্যান্ডেলে বার্তা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ছত্তীসগঢ়ের যে আসনগুলিতে প্রথম দফায় ভোট হচ্ছে, সেখানকার ভোটারদের প্রতি তাঁর আর্জি, ‘‘আপনারা প্রত্যেকে ভোট দিন এবং এমন এক সরকার নির্বাচন করুন যারা আদিবাসী, কৃষক, দরিদ্রের কথা ভাববে। যারা দুর্নীতি বন্ধ করবে। আপনাদের মূল্যবান ভোট ছত্তীসগঢ়ে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে দেবে।’’

https://platform.twitter.com/embed/Tweet.html?creatorScreenName=anandabazar&dnt=false&embedId=twitter-widget-0&features=eyJ0ZndfdGltZWxpbmVfbGlzdCI6eyJidWNrZXQiOltdLCJ2ZXJzaW9uIjpudWxsfSwidGZ3X2ZvbGxvd2VyX2NvdW50X3N1bnNldCI6eyJidWNrZXQiOnRydWUsInZlcnNpb24iOm51bGx9LCJ0ZndfdHdlZXRfZWRpdF9iYWNrZW5kIjp7ImJ1Y2tldCI6Im9uIiwidmVyc2lvbiI6bnVsbH0sInRmd19yZWZzcmNfc2Vzc2lvbiI6eyJidWNrZXQiOiJvbiIsInZlcnNpb24iOm51bGx9LCJ0ZndfZm9zbnJfc29mdF9pbnRlcnZlbnRpb25zX2VuYWJsZWQiOnsiYnVja2V0Ijoib24iLCJ2ZXJzaW9uIjpudWxsfSwidGZ3X21peGVkX21lZGlhXzE1ODk3Ijp7ImJ1Y2tldCI6InRyZWF0bWVudCIsInZlcnNpb24iOm51bGx9LCJ0ZndfZXhwZXJpbWVudHNfY29va2llX2V4cGlyYXRpb24iOnsiYnVja2V0IjoxMjA5NjAwLCJ2ZXJzaW9uIjpudWxsfSwidGZ3X3Nob3dfYmlyZHdhdGNoX3Bpdm90c19lbmFibGVkIjp7ImJ1Y2tldCI6Im9uIiwidmVyc2lvbiI6bnVsbH0sInRmd19kdXBsaWNhdGVfc2NyaWJlc190b19zZXR0aW5ncyI6eyJidWNrZXQiOiJvbiIsInZlcnNpb24iOm51bGx9LCJ0ZndfdXNlX3Byb2ZpbGVfaW1hZ2Vfc2hhcGVfZW5hYmxlZCI6eyJidWNrZXQiOiJvbiIsInZlcnNpb24iOm51bGx9LCJ0ZndfdmlkZW9faGxzX2R5bmFtaWNfbWFuaWZlc3RzXzE1MDgyIjp7ImJ1Y2tldCI6InRydWVfYml0cmF0ZSIsInZlcnNpb24iOm51bGx9LCJ0ZndfbGVnYWN5X3RpbWVsaW5lX3N1bnNldCI6eyJidWNrZXQiOnRydWUsInZlcnNpb24iOm51bGx9LCJ0ZndfdHdlZXRfZWRpdF9mcm9udGVuZCI6eyJidWNrZXQiOiJvbiIsInZlcnNpb24iOm51bGx9fQ%3D%3D&frame=false&hideCard=false&hideThread=false&id=1721702433431433234&lang=bn&origin=https%3A%2F%2Fwww.anandabazar.com%2Findia%2Flive-updates-of-chhattisgarh-and-mizoram-assembly-election-2023-dgtl%2Fcid%2F1472621&sessionId=9061829137acca806fba519a0014cfbe9fd55ed2&siteScreenName=anandabazar&theme=light&widgetsVersion=01917f4d1d4cb%3A1696883169554&width=550px

timer শেষ আপডেট: ০৭ নভেম্বর ২০২৩ ০৭:৪১ key status

ভোট দিতে পারলেন না মিজ়োরামের মুখ্যমন্ত্রী

মিজ়োরামের মুখ্যমন্ত্রী জ়োরামথাঙ্গা সকাল সকাল ভোট দিতে গিয়েছিলেন। কিন্তু আইজ়লের বুথ থেকে বেরিয়ে তিনি জানান, তিনি ভোট দিতে পারেননি। যান্ত্রিক গোলযোগের কারণে ভোট দেওয়া সম্ভব হয়নি। বুথ থেকে বেরিয়ে গিয়েছেন তিনি। জানিয়েছেন, সকালের কাজ সেরে পরে এসে ভোট দেবেন। ভোটকেন্দ্রে দাঁড়িয়ে জ়োরামথাঙ্গা এ-ও জানিয়েছেন, তাঁর দল এমএনএফের সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়ের বিষয়ে তিনি নিশ্চিত। বিজেপির সঙ্গে তাঁর দলের কোনও যোগ নেই বলেও তিনি জানিয়েছেন। 

timer শেষ আপডেট: ০৭ নভেম্বর ২০২৩ ০৭:৩৮ key status

কড়া নিরাপত্তায় ভোট মিজ়োরামে

পড়শি রাজ্য মণিপুরে হিংসার ক্ষত এখনও টাটকা। তার মাঝে মিজ়োরামে বিধানসভা নির্বাচন শুরু হয়েছে। ভোট উপলক্ষ্যে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে মিজ়োরামকে। মঙ্গলবার রাজ্যের সীমানা সিল করে দেওয়া হয়েছে। ৪০টি কেন্দ্রে মোট ১২৭৬টি বুথে ভোট চলছে।

timer শেষ আপডেট: ০৭ নভেম্বর ২০২৩ ০১:০৭ key status

ভোট বয়কটের ডাক সিপিআইয়ের

প্রতি বারের মতোই এ বারও ‘নিয়ম মেনেই’ ভোট বয়কটের ডাক দিয়েছে নিষিদ্ধ সংগঠন সিপিআই (মাওবাদী)। ভোটপর্ব শুরুর ৭২ ঘণ্টা আগে ছত্তীসগঢ়ের নারায়ণপুর জেলার প্রভাবশালী বিজেপি নেতা রতন দুবেকে খুন করে ইতিমধ্যেই নিজেদের শক্তি নতুন করে জানান দিয়েছে তারা। এ বার রাজ্য পুলিশের পাশাপাশি মোতায়েন করা হয়েছে ৭০০ কোম্পানিরও বেশি কেন্দ্রীয় বাহিনী (প্রতি কোম্পানিতে ১০০ জনেরও বেশি জওয়ান এবং অফিসার থাকেন)।

timer শেষ আপডেট: ০৭ নভেম্বর ২০২৩ ০১:০৭ key status

এক নজরে মিজ়োরামে বিধানসভা নির্বাচন

২০১৮ সালের বিধানসভা ভোটে কংগ্রেসকে হারিয়ে দিয়ে মিজ়োরামে ক্ষমতায় এসেছিল এমএনএফ। ভোটে এমএনএফ মিজ়োরামের ৪০টি আসনের মধ্যে জিতেছিল ২৭টিতে। জেডপিএম জিতেছিল আটটি আসনে। কংগ্রেস মাত্র চারটি আসনে জিতে তৃতীয় স্থানে নেমে গিয়েছিল। ৪০টি আসনের মিজ়োরাম বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার জাদুসংখ্যা ২১। যুযুধান প্রধান তিন দল শাসক মিজ়ো ন্যাশনাল ফ্রন্ট (এমএনএফ), প্রধান বিরোধী জ়োরাম পিপলস‌্ মুভমেন্ট (জেডপিএম) এবং প্রাক্তন শাসকদল কংগ্রেস সব আসনেই প্রার্থী দিয়েছে। বিজেপি লড়ছে ২৩টিতে।

গ্রাফিক: শৌভিক ঘোষ।

timer শেষ আপডেট: ০৭ নভেম্বর ২০২৩ ০১:০৬ key status

এক নজরে ছত্তীসগঢ় বিধানসভা নির্বাচন

২০১৮ সালের বিধানসভা ভোটে দেড় দশকের বিজেপি শাসনের ইতি ঘটিয়ে প্রথম বার বিধানসভা ভোটে জিতে ছত্তীসগঢ়ে ক্ষমতা দখল করেছিল কংগ্রেস। রাজ্যের ৯০টি আসনের মধ্যে কংগ্রেস ৬৮, বিজেপি ১৫, বিএসপি দু’টি এবং অন্যান্যরা পাঁচটি আসনে জয়লাভ করেছিল। মঙ্গলবার যে ২০টি আসনে ভোটগ্রহণ হবে সেই আসনগুলির মধ্যে ১৭টিতে জিতেছিল কংগ্রেস, বিজেপি দু’টি এবং অন্যান্যরা একটি আসনে জয়লাভ করেছিল। ২০টি আসনের মধ্যে ‘অতি স্পর্শকাতর’ ১০টি বিধানসভায় ভোটগ্রহণ সকাল ৭টা থেকে বিকেল ৩টে পর্যন্ত সীমাবদ্ধ রাখা হয়েছে। অন্য ১০টি আসনে সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ হবে।

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.