করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে দিশেহারা অবস্থা ভারতের। লাফিয়ে লাফিয়ে প্রতিদিন বেড়েই চলেছে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। মৃতদের মধ্যে রয়েছেন বহু চিকিৎসকও। নিজেদের প্রাণের ভয় না করে, যাঁরা করোনার বিরুদ্ধে লড়াই করেছেন। করোনার দ্বিতীয় ঢেউয়ে মঙ্গলবার (১৮ মে) পর্যন্ত মৃত্যু হয়েছে ২৭০ জন চিকিৎসকের। শুধুমাত্র বিহারেই মৃত্যু হয়েছে ৭৮ জন ডাক্তারের।
মঙ্গলবার ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (আইএমএ) জানিয়েছে, করোনা মহামারীর দ্বিতীয় ঢেউয়ে দেশে মৃত্যু হয়েছে ২৭০ জন চিকিৎসকের। এই ২৭০ জনের মধ্যে বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ, পদ্মশ্রী এবং ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (আইএমএ)-এর প্রাক্তন প্রেসিডেন্ট ডাঃ কে কে আগরওয়ালও রয়েছেন। সর্বাধিক মৃত্যু হয়েছে বিহারে, বিহারে মোট ৭৮ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে, উত্তর প্রদেশে ৩৭ জন, দিল্লিতে ২৯ জন এবং অন্ধ্রপ্রদেশে ২২ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে। আইএমএ আরও জানিয়েছে, মহামারীর প্রথম ঢেউয়ে মৃত্যু হয়েছিল ৭৪৮ জন ডাক্তারের। সবমিলিয়ে কোভিড মহামারীতে দেশে মৃত্যু হয়েছে ১,০১৮ জন চিকিৎসকের।
2021-05-18