1/5বিমানবন্দর এবং বিমানে কোভিড নিয়ম লঙ্ঘনকারী যাত্রীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিন। শুক্রবার দিল্লি হাইকোর্ট, ডিজিসিএ-কে কঠোর নির্দেশ দিল দিল্লি হাইকোর্ট।
2/5করোনা বিধি না মানলে সেই যাত্রীদের বিমান থেকে নামিয়ে দিতে বলা হয়। সেই সঙ্গে মোটা জরিমানারও উল্লেখ করে আদালত।
3/5দিল্লি হাইকোর্ট গত বছরের মার্চে বিচারপতি সি হরি শঙ্করের দায়ের করা একটি স্বতঃপ্রণোদিত আবেদনের শুনানি করছিল। বিচারপতি সি হরি শঙ্কর ব্যক্তিগতভাবে যাত্রীদের কলকাতা-নয়া দিল্লি ফ্লাইটে COVID-বিধি লঙ্ঘণ করতে দেখেছিলেন।
4/5দিল্লি হাইকোর্ট বলেছে, ডিজিসিএ বিমানবন্দর এবং বিমান কর্মীদের পাশাপাশি পাইলটদের এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্য ‘আলাদা বাধ্যতামূলক নির্দেশিকা জারি করবে।’
5/5উল্লেখযোগ্যভাবে, স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুসারে, ২ জুন বৃহস্পতিবার পর্যন্ত একদিনে ৩,৭১২ টি নতুন করোনভাইরাস সংক্রমণ রেকর্ড করা হয়েছে। তার আগের ২৪ ঘণ্টার তুলনায় যা প্রায় ১,১২৩টি বেশি।