বিশ্বকাপ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। তবে কাপ যুদ্ধে ইডেন গার্ডেন্সের প্রথম ম্যাচ আয়োজন হতে এখনও বাকি ৪৮ ঘন্টা। এর আগেই ঘটে গেল বিপত্তি। ২৮ অক্টোবর ক্রিকেটের নন্দনকাননে আয়োজিত হবে বাংলাদেশ বনাম নেদারল্যান্ডস ম্যাচ। এর আগে পাঁচিল ভাঙল ইডেনের গেটের। বৃহস্পতিবার বিকেলের দিকে হঠাৎই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ইডেনের একটি দেওয়াল। চার নম্বর গেটের ঢোকার সময় পাঁচিল গাড়ির ধাক্কায় ভেঙে যায়।
ইডেনের তিন নম্বর গেট সংলগ্ন দেওয়াল ভেঙে পড়ে ক্রেনের ধাক্কায়। ওই ক্রেনটি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে ইডেনের দেওয়ালে। ভেঙে পড়ে দেওয়াল। সেই দেওয়াল ভেঙে পড়ায় চাপে পড়ে গিয়েছেন সিএবি-র কর্তারা। কারণ সেই গেট দিয়ে দর্শকরা ঢুকবেন বিশ্বকাপের ম্যাচ দেখতে। জরুরীকালীন পরিস্থিতিতে ওই দেওয়াল সারানোর কাজ শুরু হয়ে গিয়েছে। কিন্তু ম্যাচের আগেই যে সেই দেওয়াল মেরামতির কাজ শেষ হয়ে যাবে, এমনটা নাকি জোর দিয়ে বলা যাচ্ছে না। সিএবি সূত্রের এমনটাই দাবি।
চলতি বিশ্বকাপে কলকাতার ইডেন মোট পাঁচটি ম্যাচের আয়োজন করা হবে। আগামী ২৮ তারিখের পর ৩১ অক্টোবর বাংলাদেশের বিরুদ্ধে এই ভেন্যুতেই খেলতে নামবে পাকিস্তান। এরপর আগামী ৫ নভেম্বর বড় ম্যাচ। ভারতের বিরুদ্ধে খেলতে নামবে দক্ষিণ আফ্রিকা। ইডেনে এই ম্যাচ টিকিটের চাহিদাই আপাতত তুঙ্গে। লিগ পর্যায়ে ইডেনে আয়োজিত শেষ ম্যাচটি ১১ নভেম্বর খেলা হবে। এই ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামবেন বাবর আজম-মহম্মদ রিজওয়ানরা। এছাড়া আগামী ১৬ নভেম্বর বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচটি এই ভেন্যুতে আয়োজন করা হবে।