বহু–প্রতীক্ষিত লোকাল ট্রেনের চাকা গড়াল রাজ্যে। আর যে আশঙ্কা করা হচ্ছিল সেটাই দেখা গেল। ভিড়ে ঠাসা ট্রেনে যাত্রীরা যাতায়াত করলেন। করোনাভাইরাসের জন্য যে লোকাল ট্রেন বন্ধ হয়ে গিয়েছিল সেই লোকাল ট্রেনেই বেআব্রু হয়ে গেল শারীরিক দূরত্ববিধি। নির্দেশিকা অনুযায়ী, ৫০ শতাংশ যাত্রী নিয়ে ট্রেন চলাচল করার কথা ছিল। কিন্তু তা আদৌ মানা হল কিনা তা নিয়ে চর্চা তুঙ্গে উঠেছে।
লোকাল ট্রেনের যাত্রীরা কোভিড–১৯ বিধি মানছেন কিনা সেটা দেখার দায়িত্ব আরপিএফ ও জিআরপি’র ছিল। কিন্তু তা সত্ত্বেও ভিড় হতে দেখা গেল লোকাল ট্রেনের প্রতিটি কামরায়। যদিও রেলের আধিকারিকদের বক্তব্য, কোভিড–বিধি মানার দায়িত্ব নিতে হবে যাত্রীদেরই। কিন্তু কে শোনে কার কথা! তাই প্রশ্ন উঠতে শুরু করেছে, আবার বাড়বে না তো সংক্রমণ?ট্রেন্ডিং স্টোরিজ
আজ, রবিবার লোকাল ট্রেনের সংখ্যা কম ছিল। সোমবার থেকে তা বাড়বে বলেই খবর। কিন্তু শুরুর দিনেই বাদুড়ঝোলা ভিড় দেখা গেল বেশ কয়েকটি স্টেশনে। আজ ডাউন বনগাঁ লোকাল ঢুকতেই দেখা গেল বাদুড়ঝোলা ভিড়। হাসনাবাদ লোকালেও একই দৃশ্য। এই পরিস্থিতিতে নামপ্রকাশে অনিচ্ছুক এক রেল পুলিশ বলেন, ‘কোন নিকতি দিয়ে ৫০ শতাংশ যাত্রী মাপবো। নিজেদের সচেতন হতে হবে। যাত্রীরা কোনও কথা শুনতে রাজি নয়।’
শিয়ালদহ–হাওড়া স্টেশনেও একই দৃশ্য দেখা গিয়েছে। এমনকী যাত্রীদের হুড়োহুড়ি করতে দেখা গেল। কার্যত ঝাঁপিয়ে পড়ল যাত্রীরা ট্রেনের উপর। কোনও কোনও যাত্রীকে এই ভিড় নিয়ে উষ্মাপ্রকাশ করতে দেখা গেলেও ভিড় ভালই হতে দেখা গেল। কয়েকজন যাত্রীকে বলতে শোনা গেল, ‘কে বলবে ৬ মাস আগেও কি দিন কাটাতে হয়েছে মানুষকে। এক লহমায় সব ভুলে গেল সবাই।’