লালগড়ের নেতাইয়ের সভায় রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সভার পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরেও মুখ্যমন্ত্রীকে তীব্র কটাক্ষ করেন তিনি।
বিচারপতি গঙ্গোপাধ্যায়ের ইডির কাছে একাধিক বিষয়ে তথ্য তলব নিয়ে শুভেন্দু অধিকারী বলেন, “ব্যক্তিগত আক্রমণ করার পরেও মাননীয় বিচারপতি সাহসিকতার পরিচয় দিচ্ছেন, দুর্নীতির মূলটা উৎপাটন করতে চাইছেন। তা স্বাগত জানাচ্ছি।” ঝালদা পুরসভা নিয়ে হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের রায়ের বিরুদ্ধে রাজ্য সরকারের ডিভিশন বেঞ্চে যাওয়া প্রসঙ্গে শুভেন্দুবাবু বলেন, “যমালয়ে যেতে বলুন মমতা ব্যানার্জিকে। ৭ বড়, ৫ ছোটো।” অমর্ত্য সেনের সঙ্গে মুখ্যমন্ত্রীর দেখা করা প্রসঙ্গে তাঁর কটাক্ষ, “আমি মমতা বন্দ্যোপাধ্যায়, ভারতের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করিলাম। শপথ গ্রহণ করতেছি যে, চুরি ছাড়া অন্য কাজ করিব না।”
মুখ্যমন্ত্রী বলেছেন, ‘আমরা অমর্ত্য সেনকে সম্মান করি, বিজেপি অসম্মান করে।’ তা নিয়ে বিরোধী দলনেতার আক্রমণ, “যিনি প্রধানমন্ত্রীকে বলেন কিম্ভূতকিমাকার, স্বরাষ্ট্র মন্ত্রীকে বলেন হোঁদল কুতকুত, যিনি নাড্ডাজীকে বলেন চাড্ডা-আড্ডা-নাড্ডা-গাড্ডা, তাঁর মুখে এ’সব কথা শোভা পায় না। অশিক্ষিত মুখ্যমন্ত্রী যাঁর মুখে সবসময় অসংসদীয় কথাবার্তা লেগে থাকে এবং অশালীন কথায় পুরষ্কার পাওয়ার যোগ্য।” অমর্ত্য সেনের জেড ক্যাটাগরি নিরাপত্তা পাওয়া নিয়ে শুভেন্দুর কটাক্ষ, “ডিএম’কে বলে গেলাম মিড ডে মিল থেকে টাকাটা দিয়ে দিতে।”