Hyderabad Kidnap: ওকেই আমার চাই! টিভি অ্যাঙ্কারকে অপহরণ করে খবরে মহিলা

ভিডিয়ো জকিকে বিয়ে করতে চেয়েছিলেন। সেই প্রস্তাব নাকচ করায় তাঁকে অপহরণ করে হায়দরাবাদের এক মহিলা ব্যবসায়ী। অপহরণ করার অভিযোগে শুক্রবার ওই মহিলাকে গ্রেফতার করে তেলঙ্গনা পুলিস। 

জানা গিয়েছে, ৩১ বছর বয়সী ওই মহিলা পেশায় একজন ব্যবসায়ী। নাম ভোগিরেড্ডি তৃষ্ণা। একটি বিবাহ সম্পর্কিত সাইটে তিনি অ্যাঙ্কারের ছবি দেখেন। এবং দুই বছর আগে অ্যাকাউন্ট হোল্ডারের সঙ্গে চ্যাট শুরু করেন। পরে তিনি বুঝতে পেরেছিলেন যে অ্যাকাউন্ট হোল্ডার তার নিজের ছবির পরিবর্তে, ম্যাট্রিমনি সাইটে প্রোফাইল ছবি হিসাবে টিভি অ্যাঙ্করের ছবি ব্যবহার করছেন। 
তারপরে তৃষ্ণা প্রোফাইলের মাধ্যমে অনুসন্ধান করেন এবং ফোন নম্বরটি খুঁজে পান, যা অ্যাঙ্করের ছিল। অ্যাঙ্কার প্রণবের সঙ্গে তিনি যোগাযোগ করেন। এবং জানিয়েছিলেন যে কেউ তাঁর ছবি দিয়ে জাল অ্যাকাউন্টে তৈরি করেছে। 

পুলিস জানিয়েছেন, এরপর থেকে তৃষ্ণা প্রতিদিন প্রণবকে ম্যাসেজ পাঠাতে থাকেন। বাধ্য হয়ে প্রণব অভিযুক্ত মহিলা নম্বর ব্লক করে দেন। নম্বর ব্লক করার পর টিভি উপস্থাপককে বিয়ে করার সিদ্ধান্ত নেন মহিলা। এর জন্য অপহরণের পরিকল্পনা নিয়েছিলেন তিনি।

জানা গিয়েছে, প্রণবকে অপহরণ করার জন্য চারজনকে নিয়োগ করেছিলেন ওই অভিযুক্ত মহিলা। শুধু তাই নয়, প্রণবের খোঁজে মহিলা গাড়িতে একটি ট্র্যাকিং ডিভাইস ব্যবহার করেছিলেন। 

গত ১১ ফেব্রুয়ারি, চারজন ভাড়াটে লোকেরা প্রণবকে অপহরণ করে। এরপর তৃষ্ণা তাঁকে তাঁর অফিসে নিয়ে যায়। এবং প্রণবকে মারধর করে বলে জানা গিয়েছে। এরপরেই প্রাণের ভয়ে বিয়েতে সম্মতি জানালে, তৃষ্ণা তাঁকে ছেড়ে দিয়েছিলেন।

ছাড়া পেয়েই প্রণব উৎপল থানায় ওই মহিলার নামে লিখিত অভিযোগ দায়ের করেন। তৃষ্ণার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির (আইপিসি) ৩৬৩(অপহরণ), ৩৪১ (অন্যায়ভাবে আটকে রাখা), ৩৪২ (ভুলভাবে আটকে রাখা) এবং প্রাসঙ্গিক ধারাগুলির অধীনে একটি মামলা দায়ের করা হয়।
ইতিমধ্যেই পুলিস অভিযুক্ত মহিলা সহ অপহরণের জন্য ভাড়া করা চার ব্যক্তিকে গ্রেফতার করে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.