চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের লক্ষীপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দরখোলা বুথের বিজেপি প্রার্থী চন্দনা ঘাটি। চন্দনা ঘাটির স্বামী প্রশান্ত ঘাটি তার স্ত্রীর হয়ে দেয়াল লিখন করছিলেন। সেই সময় রানা প্রতাপ ঘাটি নামে এক ব্যক্তি দেয়াল লিখতে বাধা দেয় আর তা নিয়ে বচসা শুরু হয়। সেই সময় রানা প্রতাপ ঘাটি নামের ওই ব্যক্তি বিজেপি প্রার্থীর স্বামীর হাতে কাটারি নিয়ে কোপ দেয় বলে অভিযোগ। পরে তার বাড়ি গিয়েও তাকে মারধর করা হয় বলে অভিযোগ করেন তিনি। আহত প্রশান্ত ঘাটিকে চিকিৎসার জন্য নিয়ে আসা হয় রামজীবনপুর উপ-স্বাস্থ্য কেন্দ্রে। তারপরে আহত প্রশান্ত ঘাটি লিখিতভাবে অভিযোগ জানান রামজীবনপুর ফাঁড়িতে। অভিযোগ জানানোর পরে তিনি আরো বলেন, ওই ব্যক্তিকে গ্রেফতার না করা হলে ফাঁড়ি ঘেরাও করা হবে।
এ বিষয়ে বিজেপির এস সি মোর্চার জেলা সভাপতি শিবরাম দাস বলেন, নমিনেশন ফাইলের পর থেকেই ওই মহিলা প্রার্থীকে গালাগালি এবং হুমকি দিচ্ছে ওই ব্যক্তি। রানা প্রতাপ ঘাটি তৃণমূলের সমর্থক বলে জানিয়েছেন আক্রান্ত বিজেপি কর্মী প্রশান্ত ঘাটি।
এ বিষয়ে তৃণমূল কংগ্রেসের তরফে কোনো প্রতিক্রিয়ায় পাওয়া যায়নি।