দিল্লি কাণ্ডে ভুয়ো তথ্য ছড়ানোর অভিযোগ উঠলো মার্কিন দৈনিক ওয়াল ‘স্ট্রিট জার্নালে’র বিরুদ্ধে। গত বুধবার তাদের প্রকাশিত একটি প্রতিবেদনে দাবি করা হয় মৃত আইবি অফিসার অঙ্কিত শর্মার আততায়ীরা নাকি ‘জয় শ্রী রাম’ ধ্বনি দিতে দিতে তাকে খুন করতে উদ্ধৃতি হয় বলে। খবরটির সূত্র দাবী করা হয় মৃত অঙ্কিতের ভাই অঙ্কুরকে উদ্ধৃত করে ।
খবরটি তাদের অনলাইন সংস্করণে প্রকাশিত হওয়া মাত্রই সরব হন নেটিজেনরা। অভিযোগ ওঠে ভুয়ো তথ্য ছড়ানোর। অঙ্কিতের ভাই অন্য আরেকটি সর্বভারতীয় চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে ব্যপারটি অস্বীকার করেন। তিনি বলেন তিনি ওরকম কোনো উধৃতি করেননি কাউকেই। খবর ছড়ানো মাত্রই নড়েচড়ে বসে পুলিশ। মানবাধিকার নিয়ে কাজ করা ‘লিগাল রাইটস অবসার্ভেটরি’ নামের এক সংস্থা পুলিশে অভিযোগ জানায় ।
দুটি পৃথক এফআইআর দায়ের করা হয় ওই দৈনিকের বিরুদ্ধে। তার একটি করা হয় দিল্লি অপরটি মুম্বইয়ে। ওই সংস্থাটি তাদের ট্যুইটার হ্যাণ্ডেলে ওয়াল স্ট্রিট জার্নালকে মেনশন করে বলে অবিলম্বে ক্ষমা চাইতে। না হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে ঘোষণা করে ।