HS Examination 2023: বিশেষ নজরদারিতে শুরু উচ্চমাধ্যমিক, মানতেই হবে এই নিয়মগুলি

 শুরু উচ্চমাধ্যমিক পরীক্ষা। এ বছর বদলে গিয়েছে একাধিক বিষয়। মঙ্গলবার প্রথম ভাষার পরীক্ষা। প্রতিটি পরীক্ষাকেন্দ্রে কড়া নিরাপত্তা। মোবাইল নিয়ে এলে বাতিল হতে পারে পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন। উচ্চমাধ্যমিক সংসদ সূত্রে জানান হয়েছে, পরীক্ষা চলবে ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত। রাজ্যের মোট ২ হাজার ৩৪৯ টি কেন্দ্রে নেওয়া হবে পরীক্ষা। অন্যদিকে, উচ্চমাধ্যমিকে পথে রয়েছে পর্যাপ্ত যানবাহন। এমনকি পরীক্ষার দিনগুলিতে অতিরিক্ত স্টেশনে দাঁড়াবে বেশ কিছু লোকাল। ১৮ ও ২৫ মার্চ দুটি শনিবার চলবে বাড়তি মেট্রো। রাস্তায় থাকবে অতিরিক্ত সরকারি বাস-ট্যাক্সি।  

তবে এবারে একগুচ্ছ নির্দেশিকা জারি করেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। প্রতিটি পরীক্ষায় পড়ুয়াদের পরীক্ষাকেন্দ্রে অবশ্যই অ্যাডমিট কার্ড নিয়ে যেতে হবে। প্রতিটি পরীক্ষায় ‘অ্যাটেনডেন্স কাম সিগনেচার রোল’-এ স্বাক্ষর করতে হবে পড়ুয়াদের। বাধ্যতামূলক রেজিস্ট্রেশন সার্টিফিকেটও। তবে এবার তিন ঘণ্টার পরীক্ষায় পৌনে তিন ঘণ্টা, অর্থাৎ ১২টা ৪৫ মিনিটের আগে জমা দেওয়া যাবে না খাতা। মূলত প্রশ্নপত্র বেরিয়ে যাওয়ার সম্ভাবনা রুখতেই খাতা জমা দেওয়ার এই নয়া নিয়ম। 

এমনকি ক্যালকুলেটর ব্যবহারের ক্ষেত্রেও রয়েছে নির্দিষ্ট নির্দেশিকা। পরীক্ষার্থীদের মোবাইল ধরতে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় ব্যবহৃত বিশেষ প্রযুক্তিও এ বার পাইলট প্রজেক্ট হিসাবে ব্যবহার করতে চলেছে সংসদ। রেডিয়ো ফ্রিকোয়েন্সি ডিটেক্টর দিয়েও চলবে নজরদারি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.