‘ছেলে কেমন আছে?’ পন্থের মাকে ফোন করলেন প্রধানমন্ত্রী মোদি

ছেলে কেমন আছে? দেশের উইকেট কিপারের শারীরিক অবস্থা জানার জন্য ঋষভ পন্থের (Rishabh Pant) মাকে ফোন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এদিন সন্ধের দিকে পন্থের মাকে ফোন করেন প্রধানমন্ত্রী। এর আগে পন্থের পথদুর্ঘটনার খবর পেয়ে সকালেই টুইট করেছিলেন প্রধানমন্ত্রী। তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছিলেন নরেন্দ্র মোদি।  

হাতে দিনকয়েকের ছুটি। উত্তরাখণ্ডে পরিবারের সঙ্গে নতুন বছরের প্রথম দিনটি উদযাপন করতে চেয়েছিলেন ঋষভ পন্থ। সাতসকালে বাড়ি পৌঁছে মা’কে চমকে দিতে চেয়েছিলেন তিনি। মাঝপথে ভয়াবহ দুর্ঘটনা সব এলোমেলো করে দিল। টিম ইন্ডিয়ার তারকা ক্রিকেটার ভর্তি হাসপাতালে। কেমন আছেন পন্থ? তাঁর শারীরিক অবস্থা কেমন? তাঁর হাড়ে কি চিড় ধরেছে? যদিও হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে গিয়েছে তাঁর। পন্থের অবস্থা প্রথমে খতিয়ে দেখেছিলেন সক্ষম হাসপাতালের চিকিৎসক সুশীল নাগার। তিনি জানিয়েছিলেন, ”পন্থের হাড়ে চিড় ধরেনি। হাঁটুর লিগামেন্টে চোট লেগেছে তাঁর। ওকে যখন আমাদের হাসপাতালে আনা হয় তখন ওর সম্পূর্ণ জ্ঞান ছিল। আমার সঙ্গে ওর কথা হয়েছিল। মাকে চমক দেওয়ার জন্য বাড়ি ফিরছিল। পিঠে গভীর ক্ষত রয়েছে। তবে সেগুলো মোটেও পুড়ে যাওয়া থেকে নয়।” 

কীভাবে চোটগ্রস্ত হলেন পন্থ? চিকিৎসক নাগার বলছেন, ”গাড়িতে আগুন লাগায় জানালার কাঁচ ভেঙে বেরিয়ে আসতে চেয়েছিলেন পন্থ। রাস্তার সঙ্গে ছেঁচড়ে যায় ওঁর পিঠ। ফলে ওরকম ক্ষত তৈরি হয়েছে। তবে এগুলো পুড়ে যাওয়া থেকে নয়। খুব একটা গুরুতরও নয়।” 

পন্থের মাথা, পিঠ, কোমর এবং পায়ে চোট লাগে। হাসপাতালের তরফ থেকে এক্স রে করা হয়। এক্স রে রিপোর্টে বলা হয়, হাড়ে কোনও চোট নেই। জাতীয় দলে তাঁর সতীর্থরা উদ্বিগ্ন। টুইটে লোকেশ রাহুল বলেছেন, ”ঋষভ পন্থ তোমাকে আমার ভালবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি। দ্রুত সুস্থ হয়ে ওঠো এই কামনাই করি।” রবীন্দ্র জাদেজা বলেছেন, ”দ্রুত সুস্থ হয়ে ওঠ ভাই।” বীরেন্দ্র শেহওয়াগের টুইট, ”বহুত হি জলদ সু্স্থ হো যাও।” মুনাফ প্যাটেল আবার টুইট করেছেন, ”ঋষভ পন্থ সম্পর্কে সঠিক খবর কি আমি শুনছি?” 

এদিকে পন্থের জন্য শুভেচ্ছাবার্তা বর্ষিত হচ্ছে। ওয়াঘার ওপার থেকে শোয়েব মালিক টুইট করেছেন, ”ঋষভ পন্থের দুর্ঘটনার কথা জানতে পারলাম। আমার প্রার্থনা ও শুভেচ্ছা জানাই তোমাকে। তোমার দ্রুত আরোগ্য কামনা করি।”

আরেক পাক ক্রিকেটার হাসান আলি টুইট করেন, ”আশা রাখি পন্থের চোট গুরুতর নয়। তোমার দ্রুত আরোগ্য কামনা করি আর আমার প্রার্থনা তোমার সঙ্গে রয়েছে। ইনশাল্লাহ, তুমি সেরে উঠবে এবং দ্রুতই মাঠে ফিরবে।”

মহম্মদ হাফিজ লিখেছেন, ”ঋষভ পন্থের দ্রুত আরোগ্য কামনা করি।” শাহিন শাহ আফ্রিদিও তাঁর সুস্থতা কামনা করেছেন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.