হাওড়ার ছেলে অচিন্ত্য শিউলি কমনওয়েলথ গেমসে ভারতকে সোনা এনে দিলেন।
তার এই যাত্রাপথ সহজ ছিল না। পরিবার প্রতিপালনের জন্য তার ভারোত্তোলক দাদাকে ছাড়তে হয়েছিল ভার উত্তোলন।
২০১৪ সালে ভারত সরকার চালু করে টার্গেট অলিম্পিক পোডিয়াম স্কিম। কোচিং আর ইকুইপমেন্ট ছাড়াও প্রত্যেক মাসে পঞ্চাশ হাজার টাকার স্টাইপেন্ড পেতে পারেন নির্বাচিত অ্যাথলেটরা।
অচিন্ত্য শিউলির প্রতিভার ঝলক তাকে নির্বাচিত করেছিল এই স্কিমে। ভার উত্তোলন করতে গেলে কোচিং ছাড়া প্রয়োজন পুষ্টিকর খাবারও। স্বল্প আয়ের সংসারে উচিত মতো তার সংস্থান হয়তো সম্ভব হতো না।
ভারত সরকারের এই স্কিম হয়তো নতুন ভারতের সম্ভাবনাময় অ্যাথলেটদের জন্য নতুন দিশা দেখাবে। ভারত আগে ক্রিকেট ছাড়া কিছু ভাবতো না। আস্তে আস্তে অন্যান্য খেলার গুরুত্ব বুঝবে।