প্রিপেইড বুথ কার্যত বন্ধ। তাহলে? হাওড়া স্টেশন থেকে এবার ট্যাক্সি বুক করতে হবে ‘যাত্রী সাথী’ অ্যাপে। রাজ্য সরকারের উদ্যোগে খুশি যাত্রীরা।
অ্যাপ ক্যাবের জমানাতেও হলুদ ট্যাক্সিতে চড়েন অনেকেই। তাঁদের জন্যই হাওড়া স্টেশনে বাইরে এতদিন চালু ছিল প্রিপেইড ট্যাক্সি বুথ। ভাড়া দিয়ে দিতে হত আগে। তারপর ট্যাক্সিতে উঠতেন যাত্রীরা। সেই ব্যবস্থায় এবার বদল এনেছে রাজ্য সরকার।
কীভাবে? সপ্তাহ খানেক চালু হয়েছে ‘যাত্রী সাথী’ অ্যাপ। মোবাইলে গুগল প্লে স্টোরেই পাওয়া যাচ্ছে অ্যাপটি। স্টেশনে নেমে বটেই, চাইলে ট্রেনে বসেও ‘যাত্রী সাথী’ অ্যাপের মাধ্যমে হলুদ ট্যাক্সি বুক করে নিতে পারেন যাত্রীরা। এরপর ওটিপি দেখালে মিলবে ট্যাক্সি।
বুথের দায়িত্বপ্রাপ্ত কর্মীরা জানালেন, ‘শুরুতে একটু সমস্যা হচ্ছে। অনেকেই অ্যাপটি এখন ডাউনলোড করেননি। আস্তে আস্তে সমস্যা মিটে যাবে’। এদিন হাওড়া স্টেশনে বাইরে যাত্রীদের বিষয়টি বুঝিয়ে দিতে দেখা গেল পুলিসকে। ট্যাক্সি চালক শিবু সাহা জানালেন, ‘অ্যাপ ক্যাবের ক্ষেত্রে পার্কিং অতিরিক্ত টাকা দিতে হয় যাত্রীদের। কিন্তু যাত্রী সাথী অ্যাপে কোনও বাড়তি খরচ নেই’।