ক্যান্সার যেমন প্রথমে ধীরে, ক্রমে অতিদ্রুত শরীরে ছড়িয়ে পড়ে, তেমনই দেবদেবীর মূর্তি ভাঙার ঘৃণ্য সংস্কৃতি আমাদের পশ্চিমবঙ্গের আনাচে কানাচে বাসা বাধছে, ডালপালা মেলছে।
হাওড়ার ডোমজুড়ে কটলিয়া এলাকায় সরস্বতী প্রতিমা ভাঙার অভিযোগে গ্রেপ্তার হলেন জালাল নামে এক ব্যক্তি।
গোপনে এই ইতরামো সেরে ফেলে পালানোর সময় এলাকার কয়েকজন বাসিন্দা তাকে দেখে ফেলেন, জালাল পালিয়ে যায়। প্রতক্ষ্যদর্শীদের অভিযোগের ভিত্তিতে পুলিশ দ্রুত পদক্ষেপ নেয়।
জালাল কে গ্রেপ্তার করে পুলিশী হেফাজতে নেওয়া হয়েছে।
খবর ছড়িয়ে পড়ায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। বিক্ষুব্ধ জনতা পথ অবরোধ করে। দোষীর দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। এলাকায় শান্তিরক্ষার জন্য বিশাল বাহিনী মোতায়েন করা হয়েছে।
~আদিত্য।