পানীয় জলের হাহাকার! চার মাস ধরে তপনে বিকল টিউবয়েল, প্রতিবাদে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ আদিবাসীদের

পানীয় জলের হাহাকার! নির্বাচনের অজুহাতে বিগত চার মাসেও মেরামত হয়নি বিকল টিউবয়েল। প্রতিবাদে রাস্তায় কলসি ফেলে রাজ্যসড়ক অবরোধ বাসিন্দাদের। বৃহস্পতিবার সকাল থেকে এই ঘটনাকে ঘিরে তুমুল উত্তেজনা ছড়ায় দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের তিলন এলাকায়। প্রায় কয়েক ঘণ্টা এমন রাজ্য সড়ক অবরোধের জেরে চরম দুর্ভোগে পড়েন পথ চলতি সাধারণ মানুষ। এদিকে এই ঘটনার খবর পেয়ে তপন থানার বিরাট পুলিশ বাহিনী এলাকায় পৌঁছলেও স্বাভাবিক করতে পারেনি পরিস্থিতি। যদিও পরে জয়েন্ট বিডিওর আশ্বাসে উঠে যায় পথ অবরোধ, স্বাভাবিক হয় যান চলাচল।

জানা যায়, তপন ব্লকের আউটিনা গ্রাম পঞ্চায়েতের তিলন হাইস্কুল পাড়া এলাকায় বিগত চারমাস ধরে শুরু হয়েছে তীব্র পানীয় জলের সঙ্কট। এলাকায় বেশ কয়েকটি মার্ক টু টিউবওয়েল থাকলেও দীর্ঘদিন ধরে তা অকেজো হয়ে পড়ে রয়েছে। যা নিয়ে পঞ্চায়েত থেকে বিডিও অফিস, কাউকেই জানিয়েও কোনো সুরাহা পাননি এলাকার আদিবাসী মানুষজন। আর যার কারণে একপ্রকার বাধ্য হয়েই অনেকে পুকুরের জলকে পানীয় জল হিসাবে ব্যবহার করছেন বলে অভিযোগ। এরই প্রতিবাদে এদিন সকাল থেকে রাস্তায় নামে এলাকার ক্ষুব্ধ আদিবাসী মানুষরা। খালি কলসি রাস্তায় ফেলে বাঁশ দিয়ে আটকে দেওয়া হয় রাজ্য সড়ক। প্ল্যাকার্ড হাতে নিয়ে দেখানো হয় বিক্ষোভও। আর যার জেরে বন্ধ হয়ে যায় তপন বালুরঘাট রুটের সমস্ত যান চলাচল। যে ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি এলাকায় পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করবার চেষ্টা করলেও ব্যর্থ হয় তপন থানার পুলিশ। যদিও পরবর্তীতে বাসিন্দাদের দাবি মত জয়েন্ট বিডিও এলাকায় পৌঁছে বাসিন্দাদের আশ্বাস দিলে স্বাভাবিক হয় পরিস্থিতি। উঠে যায় পথ অবরোধ।

স্থানীয় বাসিন্দা জ্যোৎস্না টুডু, সুশান্ত ঘোষ ও গৌড় চন্দ্র বর্মনরা বলেন, নির্বাচনের অজুহাত দিয়ে চার মাস ধরে টিউবয়েল মেরামতির কোনো কাজ করেনি পঞ্চায়েত। এলাকায় দীর্ঘ কয়েকমাস ধরে পানীয় জলের চরম হাহাকার পরিস্থিতি। পঞ্চায়েত থেকে বিডিও কাউকে জানিয়েও কোনো সুরাহা হয়নি। আর যার কারণে এলাকার প্রায় ৮০টি আদিবাসী পরিবার আজ রাস্তায় নেমেছে। তারা চান পানীয় জলের সুবন্দোবস্ত।

তপনের জয়েন্ট বিডিও পরিমল কুমার দাস বলেন, গ্রামবাসীদের সাথে কথা বলে প্রাথমিকভাবে জলের ট্যাঙ্ক পাঠিয়ে পানীয় জলের সমস্যা মেটানোর চেষ্টা হচ্ছে। পরবর্তীতে আলোচনার পরিপ্রেক্ষিতে যাবতীয় পদক্ষেপ নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.